ঢাকা ০৯:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চন্দনাইশে আরও ২ শ্রমিকের মৃত্যু

  • Musabbir Khan
  • আপডেট সময় : ০৫:২৬:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
  • ৮৭ বার পড়া হয়েছে

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চন্দনাইশে আরও ২ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের চন্দনাইশে অবৈধ গ্যাস ক্রসফিলিং গুদামে ভয়াবহ সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ আরও দুই শ্রমিক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এতে এ ঘটনায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল পাঁচে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মো. হারুন (২৯)।

তিনি চন্দনাইশ উপজেলার হাশমিপুর ইউনিয়নের ছয়দাবাদ পাড়ার ডবো এলাকার নুরুল ইসলামের ছেলে। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও গাউছিয়া কমিটির চন্দনাইশ মানবিক টিমের প্রধান মাওলানা মো. সোলাইমান ফারুকী।

এর আগে সোমবার রাত সাড়ে ৯টার দিকে মারা যান মোহাম্মদ ছালহে (৩৩)। তিনি একই এলাকার মৃত আবদুল জলিলের ছেলে। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ভাই মোহাম্মদ আরাফাত।

উল্লেখ্য, গত বুধবার (১৭ সেপ্টেম্বর) ভোরে চন্দনাইশ-সাতকানিয়া সীমান্তবর্তী দ্বীপ চরতি এলাকার একটি অবৈধ গ্যাস ক্রসফিলিং গুদামে হঠাৎ সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এতে আগুন ছড়িয়ে গুদামটি সম্পূর্ণ ভস্মীভূত হয়। এসময় ভেতরে থাকা ১০ শ্রমিক দগ্ধ হন। খবর পেয়ে চন্দনাইশ ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

প্রথমে চারজনকে ঢাকার বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। পরে অন্য ছয়জনকেও আশঙ্কাজনক অবস্থায় সেখানে নেওয়া হয়। এদের মধ্যে এখন পর্যন্ত ৫ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ওই গুদামের মালিক মাহাবুবুল আলমও রয়েছেন। বর্তমানে চিকিৎসাধীন বাকি পাঁচজনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চন্দনাইশে আরও ২ শ্রমিকের মৃত্যু

আপডেট সময় : ০৫:২৬:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫

চট্টগ্রামের চন্দনাইশে অবৈধ গ্যাস ক্রসফিলিং গুদামে ভয়াবহ সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ আরও দুই শ্রমিক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এতে এ ঘটনায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল পাঁচে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মো. হারুন (২৯)।

তিনি চন্দনাইশ উপজেলার হাশমিপুর ইউনিয়নের ছয়দাবাদ পাড়ার ডবো এলাকার নুরুল ইসলামের ছেলে। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও গাউছিয়া কমিটির চন্দনাইশ মানবিক টিমের প্রধান মাওলানা মো. সোলাইমান ফারুকী।

এর আগে সোমবার রাত সাড়ে ৯টার দিকে মারা যান মোহাম্মদ ছালহে (৩৩)। তিনি একই এলাকার মৃত আবদুল জলিলের ছেলে। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ভাই মোহাম্মদ আরাফাত।

উল্লেখ্য, গত বুধবার (১৭ সেপ্টেম্বর) ভোরে চন্দনাইশ-সাতকানিয়া সীমান্তবর্তী দ্বীপ চরতি এলাকার একটি অবৈধ গ্যাস ক্রসফিলিং গুদামে হঠাৎ সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এতে আগুন ছড়িয়ে গুদামটি সম্পূর্ণ ভস্মীভূত হয়। এসময় ভেতরে থাকা ১০ শ্রমিক দগ্ধ হন। খবর পেয়ে চন্দনাইশ ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

প্রথমে চারজনকে ঢাকার বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। পরে অন্য ছয়জনকেও আশঙ্কাজনক অবস্থায় সেখানে নেওয়া হয়। এদের মধ্যে এখন পর্যন্ত ৫ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ওই গুদামের মালিক মাহাবুবুল আলমও রয়েছেন। বর্তমানে চিকিৎসাধীন বাকি পাঁচজনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।