মাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সমকালের লোগো ব্যবহার করে পেজ খুলে চাকরির ভুয়া বিজ্ঞাপন দিয়ে প্রতারণা করা হচ্ছে। ‘সমকাল পত্রিকা নিয়োগ ডিপার্টমেন্ট’ নামের ওই পেজে ‘সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে’ এমন ভুয়া বিজ্ঞপ্তি প্রচার করে প্রতারণা ও জালিয়াতি করা হচ্ছে।
এছাড়াও ওই পেজে সমকালের ভেরিফায়েড ফেসবুক পেজের কনটেন্ট নিয়মিত শেয়ার করাসহ সমকাল কার্যালয়ের ঠিকানা ও পোর্টালের ঠিকানা ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।
১৪ সেপ্টেম্বর খোলা ওই পেজে রোববার বেলা ১টার দিকে দেওয়া পোস্টে নিয়োগের প্রতারণামূলক ওই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়। সেখানে সমকালের আইডি কার্ড, ফিতা, নিয়োগপত্র, মাইক্রোফোন, বাইক স্টিকারসহ বিভিন্ন উপকরণ দেওয়ার কথা বলে অর্থ আদায় করছে চক্রটি, যার সঙ্গে সমকালের কোনোপ্রকার সংশ্লিষ্টতা নেই।
সমকালে সাংবাদিক নিয়োগে কখনই কোনোপ্রকার অর্থ নেওয়া হয় না। একইসঙ্গে সমকালে নিয়োগসংক্রান্ত যাবতীয় বিজ্ঞপ্তি সবসময় পত্রিকাটির ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে প্রচার করা হয়।
‘সমকাল পত্রিকা নিয়োগ ডিপার্টমেন্ট’ পেজটির প্রতারণামূলক ওই বিজ্ঞাপনের ফাঁদে কাউকে পা না দেওয়ার জন্য অনুরোধ করা হলো।