ঢাকা ০৭:১৩ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন দামে আজ থেকে স্বর্ণ বিক্রয় শুরু, ভরির মূল্য কত? সন্ধ্যায় দলীয় বৈঠকে অংশ নেবেন প্রধান উপদেষ্টা ‘রেভ্যুলেশন ফর স্টেট অব হিউম্যানিটি’ প্যানেল অনিয়মের অভিযোগে ভোট থেকে দূরে ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষায় স্বল্প সময়ে প্রস্তুতির সেরা টিপস দেয়ালে শিশুর আঁকা মুছার ৪টি সহজ এবং কার্যকর উপায় স্পাউস ভিসার মাধ্যমে নারীদের সঙ্গে ভয়াবহ প্রতারণা সাংবাদিককে আগুনে পুড়িয়ে হত্যার হুমকি দিলেন শ্রমিকলীগ নেতা কিস্তির টাকা তুলে ইজিবাইক কিনে শেষ সম্বল ইজিবাইক হারিয়ে আজ নিঃস্ব হান্নান বিশ্বাস সেলেনার স্বামী বেনি ব্ল্যাঙ্কোর বাড়িতে ডলার ভর্তি ব্যাগ, পাউরুটির চেয়ার ও গোপন সিঁড়ি ছাড়াও আরও কী আছে? কঙ্গনা বললেন, রাজনীতি হলো সবচেয়ে কম বেতনের চাকরি

যুব অধিকার পরিষদ, জামায়াতের যুব সংগঠন ঘুরে এনসিপিতে, অবশেষে অব্যাহতি

যুব অধিকার পরিষদ এবং জামায়াতের যুব সংগঠন ঘুরে অবশেষে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেওয়া সুন্দরগঞ্জের মো. আজিজুর রহমানকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাময়িকভাবে কর্মকাণ্ড থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গাইবান্ধা জেলা এনসিপির দপ্তর সম্পাদক রাশেদুল ইসলাম জুয়েলের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সুন্দরগঞ্জ উপজেলা জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সমন্বয়কারী আজিজুর রহমানকে দলের যাবতীয় কর্মকাণ্ড থেকে সাময়িক বিরত রাখা হলো। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে।

বুধবার (১০ সেপ্টেম্বর) এনসিপির কেন্দ্রীয় সংগঠক (উত্তরাঞ্চল) এবং গাইবান্ধা জেলার প্রধান সমন্বয়কারী নাজমুল হাসান সোহাগ মুঠোফোনে বলেন, “আজিজুর রহমান দিনদিন দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন। তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল, কিন্তু জবাব না পাওয়ায় অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সম্ভবত অন্য কোনো দলের এজেন্ডা বাস্তবায়নের জন্যই তিনি আমাদের দলে যোগ দিয়েছিলেন।”

জানা গেছে, আজিজুর রহমান রাজনৈতিক জীবন শুরু করেন গণ অধিকার পরিষদের অঙ্গ সংগঠন যুব অধিকার পরিষদের সুন্দরগঞ্জ উপজেলার সমন্বয়কারী হিসেবে। পরে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর অঙ্গ সংগঠন যুব বিভাগের দহবন্দ ইউনিয়ন শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি জাতীয় নাগরিক পার্টিতে যোগ দেন।

এসব বিষয়ে আজিজুর রহমান সঙ্গে কথা হলে তিনি বলেন, “আমাকে দলের কর্মকাণ্ড থেকে সাময়িকভাবে বহিষ্কারের চিঠি দেওয়া হয়েছে। খুব শীঘ্রই আমি একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সব কিছু পরিষ্কার করব।” তিনি আরো জানান, এনসিপিতে যোগদানের আগে তিনি গণ অধিকার পরিষদ ও জামায়াতের যুব বিভাগে দায়িত্ব পালন করেছিলেন।

স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, “একাধিক রাজনৈতিক সংগঠন ঘুরে এনসিপিতে যোগ দেওয়া এবং এরপর দলের শৃঙ্খলা ভঙ্গ করার অভিযোগ—এ ধরনের ঘটনা দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা ও ভাবমূর্তির জন্য মারাত্মক সংকেত হিসেবে ধরা হয়।”

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

নতুন দামে আজ থেকে স্বর্ণ বিক্রয় শুরু, ভরির মূল্য কত?

যুব অধিকার পরিষদ, জামায়াতের যুব সংগঠন ঘুরে এনসিপিতে, অবশেষে অব্যাহতি

আপডেট সময় : ০৪:২৬:২৪ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫

যুব অধিকার পরিষদ এবং জামায়াতের যুব সংগঠন ঘুরে অবশেষে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেওয়া সুন্দরগঞ্জের মো. আজিজুর রহমানকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাময়িকভাবে কর্মকাণ্ড থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গাইবান্ধা জেলা এনসিপির দপ্তর সম্পাদক রাশেদুল ইসলাম জুয়েলের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সুন্দরগঞ্জ উপজেলা জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সমন্বয়কারী আজিজুর রহমানকে দলের যাবতীয় কর্মকাণ্ড থেকে সাময়িক বিরত রাখা হলো। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে।

বুধবার (১০ সেপ্টেম্বর) এনসিপির কেন্দ্রীয় সংগঠক (উত্তরাঞ্চল) এবং গাইবান্ধা জেলার প্রধান সমন্বয়কারী নাজমুল হাসান সোহাগ মুঠোফোনে বলেন, “আজিজুর রহমান দিনদিন দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন। তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল, কিন্তু জবাব না পাওয়ায় অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সম্ভবত অন্য কোনো দলের এজেন্ডা বাস্তবায়নের জন্যই তিনি আমাদের দলে যোগ দিয়েছিলেন।”

জানা গেছে, আজিজুর রহমান রাজনৈতিক জীবন শুরু করেন গণ অধিকার পরিষদের অঙ্গ সংগঠন যুব অধিকার পরিষদের সুন্দরগঞ্জ উপজেলার সমন্বয়কারী হিসেবে। পরে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর অঙ্গ সংগঠন যুব বিভাগের দহবন্দ ইউনিয়ন শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি জাতীয় নাগরিক পার্টিতে যোগ দেন।

এসব বিষয়ে আজিজুর রহমান সঙ্গে কথা হলে তিনি বলেন, “আমাকে দলের কর্মকাণ্ড থেকে সাময়িকভাবে বহিষ্কারের চিঠি দেওয়া হয়েছে। খুব শীঘ্রই আমি একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সব কিছু পরিষ্কার করব।” তিনি আরো জানান, এনসিপিতে যোগদানের আগে তিনি গণ অধিকার পরিষদ ও জামায়াতের যুব বিভাগে দায়িত্ব পালন করেছিলেন।

স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, “একাধিক রাজনৈতিক সংগঠন ঘুরে এনসিপিতে যোগ দেওয়া এবং এরপর দলের শৃঙ্খলা ভঙ্গ করার অভিযোগ—এ ধরনের ঘটনা দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা ও ভাবমূর্তির জন্য মারাত্মক সংকেত হিসেবে ধরা হয়।”