ফরিদপুরের সদরপুরে ইউনিয়ন ভিত্তিক উপজেলা প্রশাসন গোল্ডকাপ টুর্নামেন্টের শ্বাসরুদ্ধকর ফাইনালে ভাষাণচর ইউনিয়ন একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে সদরপুর ইউনিয়ন ফুটবল একাদশ।
মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত এই উত্তেজনাপূর্ণ ম্যাচে সদরপুর ইউনিয়ন ১-০ গোলের ব্যবধানে জয়লাভ করে। খেলা শেষে বিজয়ী দলের হাতে শিরোপা তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ফরিদপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুল হাসান মোল্যা।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্যা বলেন, “ইউনিয়ন থেকে খেলোয়াড় তৈরি হোক এবং জাতীয় দলে আমাদের অংশগ্রহণ বাড়ুক, ফরিদপুরের প্রতিনিধিত্ব বাড়ুক।” তিনি খেলোয়াড়দের উৎসাহিত করে আরও বলেন, “ফুটবলের নিয়ম মেনে খেললে দিন শেষে সুন্দর ফুটবল উপহার দেওয়া যায়।”
সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে সদরপুর উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব, স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী, গণমাধ্যমকর্মীসহ বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন। ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে পুরো উপজেলা জুড়ে ছিল উৎসবের আমেজ।
এর আগে দুপুর ১২টায় উপজেলা প্রশাসন ও কৃষি অধিদপ্তরের যৌথ উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে গাছের চারা বিতরণ কর্মসূচী পালিত হয়। সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানার সভাপতিত্বে এই অনুষ্ঠানেও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেন জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান মোল্যা।
নিউজ২১/রিপন