গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলায় জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দল ০১নং বামনডাঙ্গা ইউনিয়ন শাখার আয়োজনে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের রামদেব শেখ খবির উদ্দিন মহাবিদ্যালয়ে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন, সুন্দরগঞ্জ উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. গোলাম আযম সরকার।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাইবান্ধা জেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. শাহজালাল সরকার খোকন।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, গাইবান্ধা জেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. মাহমুদুল হক (মামুন)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ন আহ্বায়ক ও বামনডাঙ্গা ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক এম এ গফ্ফার মোল্লা।
উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. মতিয়ার রহমানের সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন, জেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক মো. সোয়েব হক্কানী, উপজেলা যুব দলের আহ্বায়ক মো. আব্দুর রহমান, বামনডাঙ্গা ইউনিয়ন বিএনপি’র যুগ্ন আহ্বায়ক মো. মমতাজুর রহমান মন্ডল, বিএনপি নেতা মো. বেলায়েত হোসেন সবুজ সহ ইউনিয়ন সেচ্ছাসেবক দলের নেতাকর্মী।
প্রধান অতিথির বক্তব্যে শাহজালাল সরকার খোকন বলেন, সুন্দরগঞ্জ স্বেচ্ছাসেবক দল দীর্ঘদিন সুশৃঙ্খল নেতৃত্বের মাধ্যমে সংগঠিত থেকে স্বৈরাচারবিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
তিনি আরও বলেন, সামনে জাতীয় নির্বাচন ঘিরে যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। যিনি বিএনপি’র মনোনীত প্রার্থী হবেন তাকেই বিজয়ের লক্ষে আমরা ঐক্যবদ্ধ ভাবে কাজ করে যাব। আগামীতে সুন্দরগঞ্জ বিএনপি’র ঘাটিতে পরিণত করতে হলে সেচ্ছাসেবক দলকে আরও শক্তি করতে হবে।
কর্মী সম্মেলনে জেলা, উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।