ইসলামিক স্ট্যাটাস পিক হলো এমন একটি ছবি যা ধর্মীয় বার্তা ও আধ্যাত্মিক অনুভূতির প্রতিফলন ঘটায়। এই ধরনের ছবি বিশ্বাস ও ঈমানের শক্তি বাড়ায় এবং ধর্মীয় সচেতনতা তৈরি করে। ইসলামিক স্ট্যাটাস পিক আমাদের দৈনন্দিন জীবনে ইসলামের আলোকে পরিচালিত হতে সাহায্য করে।
চাওয়া যদি আল্লাহর কাছে হয়,
তাহলে পাওয়া নিশ্চিত।
এই দুনিয়ায় বিখ্যাত হয়ে লাভ নেই,
হাশরের ময়দানে কেউ কাউকে চিনবে না।
সফল সেদিনই হবো,
যেদিন পুলসিরাত পার হয়ে জান্নাতে প্রবেশ করবো।
অহংকার করে লাভ নেই!
মৃত্যু নিশ্চিত, তবে সময়টা অনিশ্চিত।
চাঁদের চেয়েও সুন্দর ছিলেন আমাদের প্রিয় নবী—
হযরত মুহাম্মদ (সা:)।
আলহামদুলিল্লাহ।
খারাপ সময়ে সবার দরজা বন্ধ হয়ে যেতে পারে,
কিন্তু আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না।
অতীতের সকল পাপ ছেড়ে দিন,
রবের ভালোবাসার পথে ফিরে আসুন।
ক্রাশ তার উপর থাকা উচিত,
যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে।
সূরা ইয়াসিন— সকল ইচ্ছা পূরণ করে।
সূরা আর রহমান— মুখের উজ্জ্বলতা বৃদ্ধি করে।
সূরা মূলক— কবরের আজাব থেকে রক্ষা করে।
সূরা ওয়াক্কিয়াহ্— ক্ষুধা নিবারণ করে।
সুবহানাল্লাহ।
হারামের জন্য কাঁদবেন না,
হালালের জন্য অপেক্ষা করুন।
আমি চাই,
আমার জীবনসঙ্গিনী নামাজি হোক।
যে ব্যক্তি আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রাখে,
আল্লাহ তার ইচ্ছাগুলো অপূর্ণ রাখেন না।
—হযরত ওমর (রা:)।
ফিতনার এ যুগে অল্প কিছু মানুষ হেদায়েত পায়,
বাকি সবাই ফিতনায় আসক্ত।
নিজেকে গুছিয়ে নিন,
কারণ আমাদের সৃষ্টিকর্তার সামনে হাজির হতে হবে।
বান্দার গুনাহ যত বড়ই হোক,
আল্লাহর ক্ষমা তার থেকেও বড়।
হে আল্লাহ!
যখন মুসলমান বানিয়েছেন,
তাহলে ঈমানের সাথে মৃত্যু দিন।
আমিন।