কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) কর্তৃক মাদক ও চোরাচালান বিরোধী ধারাবাহিক অভিযানে আসামীসহ মাদকদ্রব্য, ভারতীয় গরু, সিমকার্ড ও চোরাচালানের বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে।
বিজিবি জানায়, গত ৩ সেপ্টেম্বর দুপুরে কুষ্টিয়ার চল্লিশপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালিয়ে বাংলাদেশী নাগরিক মোঃ ক্যাপ্টেনকে (পিতা- মোঃ রাজ্জাক, গ্রাম- চল্লিশপাড়া, থানা- দৌলতপুর) আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ভারতীয় ২ বোতল মদ ও ১টি সিমকার্ড জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৪ হাজার ৫০০ টাকা।
একই দিনে রাত ১০টার দিকে ঠোটারপাড়া বিওপি এলাকায় অভিযান চালিয়ে ৬ বোতল ভারতীয় মদ, ২.২০০ কেজি গাঁজা এবং ৫০০ পিস সিলডিনাফিল ট্যাবলেট জব্দ করা হয়। এসবের আনুমানিক মূল্য ১ লাখ ৬৬ হাজার ৭০০ টাকা।
এরপর ৪ সেপ্টেম্বর ভোরে আশ্রায়ন বিওপি এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় ১১০ কেজি কারেন্ট জাল আটক করা হয়। যার আনুমানিক মূল্য ৪ লাখ ৪০ হাজার টাকা।
এছাড়া ৪ আগস্ট দুপুরে ধলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় একটি ষাঁড় গরু আটক করা হয়। যার বাজারমূল্য প্রায় ৬০ হাজার টাকা।
বিজিবি কর্তৃপক্ষ জানায়, সাম্প্রতিক এসব অভিযানে জব্দকৃত মাদকদ্রব্য, গরু ও চোরাচালানের মালামালের মোট আনুমানিক সিজার মূল্য দাঁড়িয়েছে ৬ লাখ ৭১ হাজার ২০০ টাকা। আটক আসামীকে দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে। গরুটি কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে এবং অন্যান্য জব্দকৃত মালামাল ব্যাটালিয়ন সিজার ষ্টোরে সংরক্ষিত আছে।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মাহবুব মোর্শেদ রহমান, পিএসসি বলেন, সীমান্ত নিরাপত্তা ও মাদক পাচার প্রতিরোধে বিজিবি সবসময় কঠোর অবস্থানে রয়েছে। মাদক ও চোরাচালান বিরোধী এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।