নাটোরের গুরুদাসপুরে ভিজিএফ কার্ড ও চাল আত্মসাতের অভিযোগে নাজিরপুর ইউনিয়নের সংরক্ষিত মহিলা আসনের মেম্বার চামেলী খাতুনের বাড়িতে অভিযান পরিচালনা করেছেন ইউএনও ফাহমিদা আফরোজ।
বৃহস্পতিবার দুপুরে দুই মহিলার ভিজিএফ কার্ড এবং ৬০ কেজি করে মোট ১২০ কেজি চাল উদ্ধার করা হয় চামেলীর বাড়ি থেকে।
অভিযোগ রয়েছে, জোরপূর্বক ওই দুই সুবিধাভোগীর কাছ থেকে কার্ড ও চাল নিয়ে প্রত্যেকের কাছ থেকে ৩০ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা দাবি করেন চামেলী।
ঘটনার সত্যতা নিশ্চিত হওয়ার পর উপজেলা প্রশাসন কার্ড ও চাল উদ্ধার করে নিজেদের নিয়ন্ত্রণে নেয়। এ ঘটনায় ইউনিয়ন পরিষদ আইন ২০০৯ অনুযায়ী অভিযুক্ত মেম্বারের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।