কেন্দ্রীয় বিএনপি’র তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেন, তোমাদের এই সাফল্য শুধু পরিবার ও প্রতিষ্ঠানের জন্য নয়, সমগ্র রূপসী রূপসাবাসীর। আমি আশা করি, আমার রূপসী রূপসার এই কৃতি শিক্ষার্থীরা একদিন সমগ্র বাংলাদেশের নেতৃত্ব দিবে। প্রযুক্তি জ্ঞানে সমৃদ্ধ হওয়ার পাশাপাশি এখন থেকেই নির্দিষ্ট লক্ষ্য স্থির করে নিজেকে যোগ্য করে গড়ে তুলতে হবে।
তিনি আরো বলেন, শিক্ষার মাধ্যমে নিজেকে আত্মপ্রকাশ করা। প্রকৃত শিক্ষা মানুষের মনুষ্যত্বের বিকাশ ঘটায়। যে শিক্ষা এহকাল ও পরকালের জীবন গঠনে সাহায্য করে তাই হল প্রকৃত শিক্ষা। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও শিক্ষাবান্ধব সমাজ গঠনে সকলের একতাবদ্ধ হওয়া প্রয়োজন। প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সকল কথা বলেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পূর্ব রূপসা শাখা কর্তৃক আয়োজিত ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত খুলনার রূপসা উপজেলার কৃতি শিক্ষার্থীদের এক বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ জুলাই) বিকেল ৫টায় টিএসবি ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত এ বর্ণাঢ্য অনুষ্ঠানে ৭০ জন মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী প্রদান করা হয়।
শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা বিএনপি যুগ্ম আহবায়ক খান জুলফিকার আলী জুলু, মোল্যা খায়রুল ইসলাম, জি.এম কামরুজ্জামান টুকু, এনামুল হক সজল, উপজেলা বিএনপি আহবায়ক মোল্যা সাইফুর রহমান, জেলা যুবদল আহবায়ক ইবাদুল হক রুবায়েদ, জেলা স্বেচ্ছাসেবক দল আহবায়ক আতাউর রহমান রনু, উপজেলা বিএনপি সদস্য সচিব জাভেদ হোসেন মল্লিক, জেলা ছাত্রদল সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা তুহিন, পূর্ব রূপসা ছাত্রদল আহবায়ক মো. জাকারিয়া।
রূপসা উত্তর ছাত্রদলের আহবায়ক হৃদয় আহমেদের সভাপতিত্বে এবং পূর্ব রূপসা থানা ছাত্রদলের সদস্য সচিব সেখ আবু সাঈদ ও উত্তর ছাত্রদলের সদস্য সচিব ইমতিয়াজ আলী সুজনের পরিচালনায় বক্তৃতা করেন জেলা মহিলা দলের সাধারন সম্পাদক সেতারা বেগম, জেলা কৃষকদলের সাধারন সম্পাদক শেখ মোঃ আবু সাঈদ,জেলা তাঁতিদলের সদস্য সচিব মাহমুদুল আলম লোটাস,জেলা বিএনপির সদস্য নাজমুস সাকিব পিন্টু, মোল্যা রিয়াজুল ইসলাম,আছাফুর রহমান, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক বিকাশ মিত্র,যুগ্ম আহবায়ক আবুল কালাম গোলদার,রবিউল ইসলাম রবি,হুমায়ুন কবীর।
এসময় উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি শাহানাজ ইসলাম,মহিলা দল নেত্রী মনিরা বেগম,মর্জিনা বেগম, শারমিন আক্তার আখি,এসএম আঃ মালেক,খান আনোয়ার হোসেন,মহিউদ্দীন মিন্টু,শরিফুল ইসলাম বকুল,আজিজুর রহমান,দিদারুল ইসলাম, মিকাইল বিশ্বাস,রূপসা উপজেলা যুবদলের আহবায়ক শফিকুল আলম বাচ্চু,ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজিজুল ইসলাম নন্দু,বিএনপি নেতা খন্দকার শরিফুল ইসলাম, হাকিম কাজী,জেলা স্বেচ্ছাসেবক দল নেতা মাসুদ খান, বিএনপি নেতা শামীম হাসান,এ্যাডঃ তাফসিরুজ্জামান, বাদশা জমাদ্দার,সৈয়দ নিয়ামত আলী,ফিরোজ মাহমুদ, যুবদল নেতা মুন্না সরদার,সাবেক ছাত্রনেতা খান আলিম হাসান,আরিফ মোল্যা,জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান বেলাল,বাবুল শেখ,মহিতোষ ভট্টাচার্য,সুলতান মাহমুদ বাদশা,রউফুল হক মুকুল, আজিবুল্লাহ শেখ,মোঃ সাজ্জাত হোসেন,শাহ জামান প্রিন্স,কামরুজ্জামান নান্টু,জহিরুল হক শারাদ, জাহাঙ্গীর হালদার,জেলা যুবদল নেতা তরিকুল ইসলাম রিপন,টিটো জমাদ্দার, ইসরাইল বাবু,বিলাল শেখ,আসলাম লস্কর, মহিলাদল নেত্রী সেলিনা আক্তার,নাঈম আহমেদ,মাসুম সিদ্দিক,জাহিদুর রহমান,হাফিজুর রহমান,ছাত্রদল নেতা সংগ্রাম সরদার,ছাত্রদল নেতা রনি জমাদ্দার,ইউসুফ মল্লিক,ইমাম হাসান, সুমন,আবদুল্লাহ জমাদ্দার,মাহমুদুল হাসান,সাজ্জাত মল্লিক,আজিজুল ইসলাম,রাতুল ইসলাম,বোরহান উদ্দীনফারুক আহমেদ,গোলাম রসূল, ইব্রাহিম শেখ,শরিফা ইয়াসমিন,সফর কাজী,রাকিব আহাদ,রাহাদ শেখ,ইসরাইল শেখ,আক্তার শেখ,আসাদ শেখ,মাহাবুর শেখ, লিটন তালুকদার, হাবিবুর রহমান, বাবুল লস্কার, আমলাম লস্কার, বিধান পোদ্দার, হরিদাশ বাছাড় প্রমূখ।