ঢাকা ০৬:০১ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

বগুড়ায় শাশুড়ি ও পুত্রবধূকে গলা কেটে হত্যা

  • Meghla
  • আপডেট সময় : ০২:৩৭:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
  • ১২ বার পড়া হয়েছে

বগুড়া সদরের হরিগাড়ী এলাকায় লাইলী খাতুন (৭০) ও তার ছেলের বৌ হাবিবা বেগমকে (২২) ছুরিকাঘাত করে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন লাইলীর ১৮ বছর বয়সী মেয়ে বন্যা আক্তার। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে তার চিকিৎসা চলছে।

বুধবার (১৬ জুলাই) রাত ৯টার দিকে এসব হত্যাকাণ্ড ঘটে।

নিহত লাইলী খাতুন জেলা সদরের হরিখালী ইসলামপুর এলাকার মৃত আব্দুল কুদ্দুসের স্ত্রী এবং হাবিবা বেগম পারভেজ আলমের স্ত্রী।
সংশ্লিষ্ট ছিলিমপুর মেডিকেল ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর হারুনুর রশিদ তথ্যগুলো নিশ্চিত করেছেন।

স্থানীয় কয়েকজন জানিয়েছেন, রাত ৯টার দিকে কয়েকজন দুর্বৃত্ত অস্ত্র নিয়ে লাইলীর বাড়িতে প্রবেশ করে ঘরে ঢুকে প্রথমে সামনে পেয়ে লাইলীকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে ও গলা কেটে হত্যা করে। এরপর একইভাবে তার ছেলের বৌ হাবিবাকেও গলা কেটে হত্যা করে। এ সময় সেখানে থাকা লাইলীর মেয়ে বন্যাকে ধারালো অস্ত্র দিয়ে শরীরের কয়েকটি স্থানে আঘাত করলে সে গুরুতর আহত হয়।

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান বাসির জানান, ধারণা করা হচ্ছে, পূর্ববিরোধের সূত্র ধরে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে।

বগুড়ার পুলিশ সুপার (এসপি) জেদান আল মুসা জানান, প্রাথমিকভাবে হত্যাকাণ্ডটি পারিবারিক এবং প্রেমঘটিত বলে মনে হয়েছে। তবে কারণ যেটাই হোক, দ্রুততম সময়ের মধ্যে জড়িত অপরাধীদের চিহ্নিত করে তাদেরকে গ্রেফতার করা হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বগুড়ায় শাশুড়ি ও পুত্রবধূকে গলা কেটে হত্যা

আপডেট সময় : ০২:৩৭:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

বগুড়া সদরের হরিগাড়ী এলাকায় লাইলী খাতুন (৭০) ও তার ছেলের বৌ হাবিবা বেগমকে (২২) ছুরিকাঘাত করে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন লাইলীর ১৮ বছর বয়সী মেয়ে বন্যা আক্তার। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে তার চিকিৎসা চলছে।

বুধবার (১৬ জুলাই) রাত ৯টার দিকে এসব হত্যাকাণ্ড ঘটে।

নিহত লাইলী খাতুন জেলা সদরের হরিখালী ইসলামপুর এলাকার মৃত আব্দুল কুদ্দুসের স্ত্রী এবং হাবিবা বেগম পারভেজ আলমের স্ত্রী।
সংশ্লিষ্ট ছিলিমপুর মেডিকেল ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর হারুনুর রশিদ তথ্যগুলো নিশ্চিত করেছেন।

স্থানীয় কয়েকজন জানিয়েছেন, রাত ৯টার দিকে কয়েকজন দুর্বৃত্ত অস্ত্র নিয়ে লাইলীর বাড়িতে প্রবেশ করে ঘরে ঢুকে প্রথমে সামনে পেয়ে লাইলীকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে ও গলা কেটে হত্যা করে। এরপর একইভাবে তার ছেলের বৌ হাবিবাকেও গলা কেটে হত্যা করে। এ সময় সেখানে থাকা লাইলীর মেয়ে বন্যাকে ধারালো অস্ত্র দিয়ে শরীরের কয়েকটি স্থানে আঘাত করলে সে গুরুতর আহত হয়।

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান বাসির জানান, ধারণা করা হচ্ছে, পূর্ববিরোধের সূত্র ধরে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে।

বগুড়ার পুলিশ সুপার (এসপি) জেদান আল মুসা জানান, প্রাথমিকভাবে হত্যাকাণ্ডটি পারিবারিক এবং প্রেমঘটিত বলে মনে হয়েছে। তবে কারণ যেটাই হোক, দ্রুততম সময়ের মধ্যে জড়িত অপরাধীদের চিহ্নিত করে তাদেরকে গ্রেফতার করা হবে।