ঢাকা ১২:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

কু‌ষ্টিয়ায় জ‌মির হত্যার ঘটনায় আটক ৩

  • Meghla
  • আপডেট সময় : ০২:০২:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫
  • ২০ বার পড়া হয়েছে

কু‌ষ্টিয়ার মিরপু‌রে পূর্বশত্রুতার জের ধরে জাসদ কর্মী জ‌মির উদ্দিন‌কে প্রকাশ্যে পি‌টি‌য়ে হত্যার ঘটনায় অ‌ভিযুক্ত ছাত্রদল নেতাসহ তিনজন‌কে আটক করেছে পুলিশ। মঙ্গলবার উপ‌জেলার আমবা‌ড়িয়া ইউনিয়‌নের আমবা‌ড়িয়া গ্রা‌মে সাবেক এক ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে তাদের আটক করে পু‌লিশ।

আটককৃতরা হলেন মিরপুর উপ‌জেলার আমলা ইউনিয়‌নের মিটন গ্রা‌মের সোনারুল খা‌নের ছে‌লে অ‌নিক খান (২৪), একই গ্রা‌মের মৃত ফারুক হো‌সে‌নের ছে‌লে নাঈম (২৩) ও নিমাই চাঁ‌দের ছে‌লে নাঈম (২৩)। এদের ম‌ধ্যে অ‌নিক আমলা ইউনিয়ন ছাত্রদ‌লের সভাপ‌তি।

এর আগে গতকাল সোমবার দুপু‌রে আমলা ইউনিয়নের মিটন এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে অনিক কয়েকজনকে সাথে নিয়ে প্রকাশ্যে জমির উদ্দিনের উপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় মারা যায়।

নিহ‌তের স্ত্রী জোৎস্না খাতু‌নের দা‌বি প্রায় দেড় বছর আগে কোন এক ঘটনায় স্থানীয় চা‌য়ের দো‌কা‌নে অ‌নিক‌কে থাপ্পড় মে‌রে‌ছিলেন তার স্বামী জমির উদ্দিন। সেই ঘটনার প্রতি‌শোধ নি‌তেই তা‌কে হত্যা ক‌রা হ‌য়ে‌ছে।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুল ইসলাম জানান,‌ ঘটনার সা‌থে জ‌ড়িত তিনজন‌কে আটক করা হ‌য়ে‌ছে। এ ঘটনায় মামলা দা‌য়ে‌রের প্রস্তু‌তি প্রক্রিয়াধীন র‌য়ে‌ছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

কু‌ষ্টিয়ায় জ‌মির হত্যার ঘটনায় আটক ৩

আপডেট সময় : ০২:০২:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫

কু‌ষ্টিয়ার মিরপু‌রে পূর্বশত্রুতার জের ধরে জাসদ কর্মী জ‌মির উদ্দিন‌কে প্রকাশ্যে পি‌টি‌য়ে হত্যার ঘটনায় অ‌ভিযুক্ত ছাত্রদল নেতাসহ তিনজন‌কে আটক করেছে পুলিশ। মঙ্গলবার উপ‌জেলার আমবা‌ড়িয়া ইউনিয়‌নের আমবা‌ড়িয়া গ্রা‌মে সাবেক এক ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে তাদের আটক করে পু‌লিশ।

আটককৃতরা হলেন মিরপুর উপ‌জেলার আমলা ইউনিয়‌নের মিটন গ্রা‌মের সোনারুল খা‌নের ছে‌লে অ‌নিক খান (২৪), একই গ্রা‌মের মৃত ফারুক হো‌সে‌নের ছে‌লে নাঈম (২৩) ও নিমাই চাঁ‌দের ছে‌লে নাঈম (২৩)। এদের ম‌ধ্যে অ‌নিক আমলা ইউনিয়ন ছাত্রদ‌লের সভাপ‌তি।

এর আগে গতকাল সোমবার দুপু‌রে আমলা ইউনিয়নের মিটন এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে অনিক কয়েকজনকে সাথে নিয়ে প্রকাশ্যে জমির উদ্দিনের উপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় মারা যায়।

নিহ‌তের স্ত্রী জোৎস্না খাতু‌নের দা‌বি প্রায় দেড় বছর আগে কোন এক ঘটনায় স্থানীয় চা‌য়ের দো‌কা‌নে অ‌নিক‌কে থাপ্পড় মে‌রে‌ছিলেন তার স্বামী জমির উদ্দিন। সেই ঘটনার প্রতি‌শোধ নি‌তেই তা‌কে হত্যা ক‌রা হ‌য়ে‌ছে।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুল ইসলাম জানান,‌ ঘটনার সা‌থে জ‌ড়িত তিনজন‌কে আটক করা হ‌য়ে‌ছে। এ ঘটনায় মামলা দা‌য়ে‌রের প্রস্তু‌তি প্রক্রিয়াধীন র‌য়ে‌ছে।