ঢাকা ০৫:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

রাজধানীতে ট্রেনিং সেন্টারের ছাদ থেকে পড়ে তরুণীর মৃত্যু

  • Meghla
  • আপডেট সময় : ০২:৫৩:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫
  • ৯ বার পড়া হয়েছে

রাজধানীর দক্ষিণ খানের ভাই-ভাই মার্কেট এলাকায় অবস্থিত একটি ট্রেনিং সেন্টারের ছাদ থেকে পড়ে মোসা. জান্নাত (২০) নামে এক তরুণীর মৃত্যুর ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২৬ জুন) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন সেন্টারের শিক্ষক আদনান মাহমুদ। জান্নাতের বাড়ি কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার পশ্চিম নামা পাড়া গ্রামে। তার বাবা লোকমান হোসেন।

নিহতের মরদেহ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, এ বিষয়ে দক্ষিণ খান থানাকে অবহিত করা হয়েছে।

সেন্টারের শিক্ষক আদনান মাহমুদ জানান, জান্নাত ‘আরবি শিক্ষকতা’ প্রশিক্ষণ নিতে গত ১৫ জুন সেন্টারটির আবাসিকে ভর্তি হয়েছিলেন।

তিনি বলেন, ‘‘নারী-পুরুষের জন্য আলাদা আলাদা প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। নারীদের নারী শিক্ষক এবং পুরুষদের পুরুষ শিক্ষক প্রশিক্ষণ দিয়ে থাকেন। সবার থাকার ব্যবস্থাও ছিল আলাদা।’’

ঘটনার বিবরণ দিতে গিয়ে আদনান মাহমুদ বলেন, ‘‘বৃহস্পতিবার রাতে জান্নাত আমাদের ভবনের পঞ্চম তলার ছাদে ওঠেন। কী কারণে তিনি সেখানে গিয়েছিলেন তা আমরা জানি না। সেখান থেকে নিচে পড়ে গেলে আমরা তাকে উদ্ধার করি। স্থানীয় কয়েকটি হাসপাতালে নিয়ে যাওয়ার পর অবস্থা গুরুতর হওয়ায় রাত সাড়ে ১২টার দিকে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’’

তিনি আরও বলেন, ‘‘ঘটনার কারণ জানতে আমরা নিজেরাও খোঁজখবর নিচ্ছি। আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত করছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।’’

পুলিশ বলছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় তদন্ত চলছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রাজধানীতে ট্রেনিং সেন্টারের ছাদ থেকে পড়ে তরুণীর মৃত্যু

আপডেট সময় : ০২:৫৩:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫

রাজধানীর দক্ষিণ খানের ভাই-ভাই মার্কেট এলাকায় অবস্থিত একটি ট্রেনিং সেন্টারের ছাদ থেকে পড়ে মোসা. জান্নাত (২০) নামে এক তরুণীর মৃত্যুর ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২৬ জুন) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন সেন্টারের শিক্ষক আদনান মাহমুদ। জান্নাতের বাড়ি কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার পশ্চিম নামা পাড়া গ্রামে। তার বাবা লোকমান হোসেন।

নিহতের মরদেহ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, এ বিষয়ে দক্ষিণ খান থানাকে অবহিত করা হয়েছে।

সেন্টারের শিক্ষক আদনান মাহমুদ জানান, জান্নাত ‘আরবি শিক্ষকতা’ প্রশিক্ষণ নিতে গত ১৫ জুন সেন্টারটির আবাসিকে ভর্তি হয়েছিলেন।

তিনি বলেন, ‘‘নারী-পুরুষের জন্য আলাদা আলাদা প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। নারীদের নারী শিক্ষক এবং পুরুষদের পুরুষ শিক্ষক প্রশিক্ষণ দিয়ে থাকেন। সবার থাকার ব্যবস্থাও ছিল আলাদা।’’

ঘটনার বিবরণ দিতে গিয়ে আদনান মাহমুদ বলেন, ‘‘বৃহস্পতিবার রাতে জান্নাত আমাদের ভবনের পঞ্চম তলার ছাদে ওঠেন। কী কারণে তিনি সেখানে গিয়েছিলেন তা আমরা জানি না। সেখান থেকে নিচে পড়ে গেলে আমরা তাকে উদ্ধার করি। স্থানীয় কয়েকটি হাসপাতালে নিয়ে যাওয়ার পর অবস্থা গুরুতর হওয়ায় রাত সাড়ে ১২টার দিকে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’’

তিনি আরও বলেন, ‘‘ঘটনার কারণ জানতে আমরা নিজেরাও খোঁজখবর নিচ্ছি। আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত করছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।’’

পুলিশ বলছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় তদন্ত চলছে।