ঢাকা ০৫:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সাংবাদিকদের নিয়ে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে যুবক গ্রেফতার

  • Meghla
  • আপডেট সময় : ০২:৩০:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫
  • ১০ বার পড়া হয়েছে

পিরোজপুরে স্থানীয় সাংবাদিকদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অসত্য ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগে খান শহিদ ওরফে ডলার শহিদ (৪৮) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

পিরোজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তানভীর আহমেদের করা অভিযোগের ভিত্তিতে তথ্য প্রযুক্তির সহায়তায় শহিদকে শুক্রবার বিকেলে পিরোজপুর মসিদ বাড়ী সড়ক এলাকা থেকে গ্রেফতার করে পিরোজপুর গোয়েন্দা পুলিশের একটি দল।

গ্রেফতারকৃত খান শহিদ পিরোজপুর পৌরসভার মসিদ বাড়ী সড়কের মজিবুল হক খানের ছেলে। পিরোজপুরের আওয়ামী লীগ দলীয় সাবেক এক জনপ্রতিনিধির পিএস হিসেবে পরিচিত তিনি।

অভিযোগ সূত্রে জানা গেছে, পিরোজপুরে কর্মরত সাংবাদিকদের বিরুদ্ধে চলতি বছরের ১২ এপ্রিল ‘পিরোজপুর সত্য বাণী’ নামক একটি ফেইক ফেসবুক আইডিতে তানভীরসহ অন্য দুইজন সাংবাদিকের নাম উল্লেখ করে এবং আরো কিছু সাংবাদিকদের ছবি দিয়ে অসত্য ও বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করা হয়। পাশাপাশি এ পোস্টটি প্রায় শতাধিক ফেসবুক গ্রুপে শেয়ার করা হয়। এ আইডি থেকে করা পোস্টে যে সব সাংবাদিকদের ছবি দেওয়া হয়েছে তারা সবাই দেশের শীর্ষ স্থানীয় গণমাধ্যমে কর্মরত। এ বিষয়ে অভিযোগ পাওয়ার পর পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় শহীদের সম্পৃক্ততা পাওয়ায় তাকে গ্রেফতার করে।

পিরোজপুরের সদর থানার ওসি (তদন্ত) মো. তরিকুল ইসলাম জানান, সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৫ এর আওতায় শহিদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় শহীদকে গ্রেফতার করা হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সাংবাদিকদের নিয়ে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে যুবক গ্রেফতার

আপডেট সময় : ০২:৩০:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫

পিরোজপুরে স্থানীয় সাংবাদিকদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অসত্য ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগে খান শহিদ ওরফে ডলার শহিদ (৪৮) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

পিরোজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তানভীর আহমেদের করা অভিযোগের ভিত্তিতে তথ্য প্রযুক্তির সহায়তায় শহিদকে শুক্রবার বিকেলে পিরোজপুর মসিদ বাড়ী সড়ক এলাকা থেকে গ্রেফতার করে পিরোজপুর গোয়েন্দা পুলিশের একটি দল।

গ্রেফতারকৃত খান শহিদ পিরোজপুর পৌরসভার মসিদ বাড়ী সড়কের মজিবুল হক খানের ছেলে। পিরোজপুরের আওয়ামী লীগ দলীয় সাবেক এক জনপ্রতিনিধির পিএস হিসেবে পরিচিত তিনি।

অভিযোগ সূত্রে জানা গেছে, পিরোজপুরে কর্মরত সাংবাদিকদের বিরুদ্ধে চলতি বছরের ১২ এপ্রিল ‘পিরোজপুর সত্য বাণী’ নামক একটি ফেইক ফেসবুক আইডিতে তানভীরসহ অন্য দুইজন সাংবাদিকের নাম উল্লেখ করে এবং আরো কিছু সাংবাদিকদের ছবি দিয়ে অসত্য ও বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করা হয়। পাশাপাশি এ পোস্টটি প্রায় শতাধিক ফেসবুক গ্রুপে শেয়ার করা হয়। এ আইডি থেকে করা পোস্টে যে সব সাংবাদিকদের ছবি দেওয়া হয়েছে তারা সবাই দেশের শীর্ষ স্থানীয় গণমাধ্যমে কর্মরত। এ বিষয়ে অভিযোগ পাওয়ার পর পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় শহীদের সম্পৃক্ততা পাওয়ায় তাকে গ্রেফতার করে।

পিরোজপুরের সদর থানার ওসি (তদন্ত) মো. তরিকুল ইসলাম জানান, সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৫ এর আওতায় শহিদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় শহীদকে গ্রেফতার করা হয়েছে।