ঢাকা ০৫:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ভিডিও কলে রেখে প্রেমিকার আত্মহত্যা, প্রেমিক কারাগারে

  • Meghla
  • আপডেট সময় : ০২:২৬:০১ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫
  • ১২ বার পড়া হয়েছে

রাজশাহী কলেজের অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী ইশরাত জাহান হাসি (২০) প্রেমিককে ভিডিও কলে রেখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

শুক্রবার (২৭ জুন) সকালে রাজশাহী নগরীর হেতমখাঁ কাস্টমস অফিস মোড় এলাকার একটি মেস থেকে তার মরদেহ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, মৃত হাসির বাড়ি নাটোর জেলার বনপাড়ায়। তিনি নূর মোহাম্মদের মেয়ে। ঘটনার রাতে প্রেমিক নাহিদ ওই মেসের নিচে অবস্থান করছিলেন। ভিডিও কলে থাকা অবস্থায় হাসি আত্মহত্যা করেন।

ঘটনার পর পুলিশ প্রেমিক নাহিদকে আটক করে এবং আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায়। নিহতের মামা এ ঘটনায় বোয়ালিয়া থানায় মামলা দায়ের করেছেন।

রামেক হাসপাতালের মুখপাত্র শংকর কুমার বিশ্বাস জানান, হাসিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। নিয়ম অনুযায়ী লাশ মর্গে পাঠানো হয়েছে। রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. যহুর আলী জানান, বিষয়টি শুনে তিনি বিভাগীয় প্রধানকে দায়িত্ব দিয়েছেন এবং নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহমেদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রেমঘটিত কারণেই আত্মহত্যার ঘটনা ঘটেছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ভিডিও কলে রেখে প্রেমিকার আত্মহত্যা, প্রেমিক কারাগারে

আপডেট সময় : ০২:২৬:০১ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫

রাজশাহী কলেজের অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী ইশরাত জাহান হাসি (২০) প্রেমিককে ভিডিও কলে রেখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

শুক্রবার (২৭ জুন) সকালে রাজশাহী নগরীর হেতমখাঁ কাস্টমস অফিস মোড় এলাকার একটি মেস থেকে তার মরদেহ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, মৃত হাসির বাড়ি নাটোর জেলার বনপাড়ায়। তিনি নূর মোহাম্মদের মেয়ে। ঘটনার রাতে প্রেমিক নাহিদ ওই মেসের নিচে অবস্থান করছিলেন। ভিডিও কলে থাকা অবস্থায় হাসি আত্মহত্যা করেন।

ঘটনার পর পুলিশ প্রেমিক নাহিদকে আটক করে এবং আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায়। নিহতের মামা এ ঘটনায় বোয়ালিয়া থানায় মামলা দায়ের করেছেন।

রামেক হাসপাতালের মুখপাত্র শংকর কুমার বিশ্বাস জানান, হাসিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। নিয়ম অনুযায়ী লাশ মর্গে পাঠানো হয়েছে। রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. যহুর আলী জানান, বিষয়টি শুনে তিনি বিভাগীয় প্রধানকে দায়িত্ব দিয়েছেন এবং নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহমেদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রেমঘটিত কারণেই আত্মহত্যার ঘটনা ঘটেছে।