মৌলভীবাজারে পৃথক অভিযানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী ছাত্রলীগ কর্মী প্রশান্ত দাশ এবং আওয়ামীলীগ কর্মী মিন্টু মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৪ মে) দিবাগত রাতে তাদের গ্রেফতার করা হয়।
শহরতলীর সুইসগেইট (মনু ব্রীজ) এলাকা থেকে সদর থানা পুলিশের অভিযানে প্রশান্ত দাশ এবং
ডিবি পুলিশ সদর উপজেলার চাদনীঘাট ইউনিয়নের হাসানপুর গ্রামে অভিযান চালায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী, চেরাগ মিয়ার ছেলে মিন্টু মিয়াকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ গাজী মোঃ মাহবুবুর রহমান।