ঢাকা ০৫:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে দুই সমন্বয়কের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

  • Meghla
  • আপডেট সময় : ০৫:৩৮:৩১ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫
  • ১৪ বার পড়া হয়েছে

গোপালগঞ্জে সমন্বয়ক ও ছাত্র অধিকার পরিষদের দুই নেতার ওপর হামলা ও মারপিটের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

আজ সোমবার (২১ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে হাতে হাত ধরে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করে। এ সময় হামলার প্রতিবাদে ও দোষীদের গ্রেফতারের দাবিতে বিভিন্ন ধরনের শ্লোগান দেন তারা।

মানববন্ধন চলাকালে মার্কেটিং বিভাগের সোহেল আহমেদ, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের জোবায়ের ফাহিম ও ইএসডি বিভাগের শোয়েব উদ্দিন বক্তব্য রাখেন।

এ ঘটনায় দোষী কেউ গ্রেফতার না হওয়ায় ক্ষোভ জানিয়ে বক্তারা বলেন, হামলার ৭২ ঘণ্টা পেরিয়ে গেলেও ঘটনার সাথে জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। দ্রুত ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের দাবি জানান তারা।

এর আগে গত শুক্রবার (১৮ এপ্রিল) জেলা শহরের গণপূর্ত বিভাগের সামনে চাঁদাবাজ আখ্যা দিয়ে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি’র) সমন্বয়ক এবং ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক মো. জসিম উদ্দিন ও সদস্য সচিব সাইদুর রহমানের উপর হামলা চালায় দুর্বৃত্তরা। এ ঘটনায় জসিম বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় অজ্ঞাতনামা ১২ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে দুই সমন্বয়কের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

আপডেট সময় : ০৫:৩৮:৩১ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫

গোপালগঞ্জে সমন্বয়ক ও ছাত্র অধিকার পরিষদের দুই নেতার ওপর হামলা ও মারপিটের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

আজ সোমবার (২১ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে হাতে হাত ধরে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করে। এ সময় হামলার প্রতিবাদে ও দোষীদের গ্রেফতারের দাবিতে বিভিন্ন ধরনের শ্লোগান দেন তারা।

মানববন্ধন চলাকালে মার্কেটিং বিভাগের সোহেল আহমেদ, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের জোবায়ের ফাহিম ও ইএসডি বিভাগের শোয়েব উদ্দিন বক্তব্য রাখেন।

এ ঘটনায় দোষী কেউ গ্রেফতার না হওয়ায় ক্ষোভ জানিয়ে বক্তারা বলেন, হামলার ৭২ ঘণ্টা পেরিয়ে গেলেও ঘটনার সাথে জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। দ্রুত ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের দাবি জানান তারা।

এর আগে গত শুক্রবার (১৮ এপ্রিল) জেলা শহরের গণপূর্ত বিভাগের সামনে চাঁদাবাজ আখ্যা দিয়ে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি’র) সমন্বয়ক এবং ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক মো. জসিম উদ্দিন ও সদস্য সচিব সাইদুর রহমানের উপর হামলা চালায় দুর্বৃত্তরা। এ ঘটনায় জসিম বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় অজ্ঞাতনামা ১২ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন।