প্রত্যেকে আমরা দায়িত্বশীল হয়ে অন্যায়কে না বলি আহবান জানিয়ে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) খোন্দকার নাজমুল হাসান পিপিএম বার বলেন, পুলিশকে সহায়তা করুন সব ঠিক হয়ে যাবে।
শনিবার (২১ ডিসেম্বর) বিকেলে রাজধানীর পলাশপুর কমিউনিটি সেন্টারে কদমতলী থানা পুলিশের সাথে থানা এলাকার নাগরিকদের সমন্বয়ে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
এসময় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, আপনারা এলাকার সন্ত্রাস,চাঁদাবাজ,মাদকসহ বিভিন্ন অপরাধ বিষয়ে কথা বলেছেন আমরা নোট করেছি। অভিলম্বে তা প্রতিহত করা হবে। তবে আমরা প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে অন্যায়কে না বলি,প্রতিবাদ করি এবং পুলিশকে সহায়তা করুন সব ঠিক হয়ে যাবে। এসময় তিনি বলেন, পুলিশের কোন লোক অন্যায়ের সাথে জড়িত হলে আমাদেরকে জানাবেন ব্যবস্থা নেয়া হবে।
কদমতলী থানার অফিসার ইনচার্জ মাহমুদুর রহমানের সভাপতিত্বে ও পুলিশ পরিদর্শক (তদন্ত) শাফায়েত হোসাইন এর পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন যুগ্ম কমিশনার কামরুজ্জামান, ওয়ারি বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ মফিজুল ইসলাম।
এসময় নাগরিকদের মধ্যে বক্তব্য রাখেন- সাবেক কাউন্সিলর জুম্মন মিয়া, সাবেক মেম্বার খোরশেদ আলম খোকন, ইউসুফ আলী ভুঁইয়া, রফিকুল আলম, সাংবাদিক খোরশেদ আলম শিকদার, ৫৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সেলিম রেজা, ৫৩ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা আলমগীর খান লিপু,সাংবাদিক রেদোয়ান আবিদ জয়, আরাফাত, সার্জেন্ট মুশফিকুর রহমান, মনিরুল আলম মাসুদ, সাইফুর রহসান মনির,ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন প্রমুখ।
বক্তারা এলাকার ফুটপাত দখল করে অবৈধ দোকানপাটসহ এলাকায় মাদক,কিশোরগ্যাং,নিরব চাঁদাবাজিসহ বিভিন্ন সমস্যার বিষয়ে বক্তব্য রাখেন।