ঢাকা ০৭:২০ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজীপুরে গৃহবধূর গলা কাটা লাশ উদ্ধার, স্বামীর আত্মহত্যার চেষ্টা “নির্মাতা অমিতাভ রেজা আবার বিয়ে করলেন” “২০১৪, ’১৮ ও ’২৪–এর মতো নির্বাচন হলে ভয়াবহ ভোগান্তির আশঙ্কা: গোলাম পরওয়ার” ২৬ টুকরায় উদ্ধার হওয়া আশরাফুলের দাফন সম্পন্ন হয়েছে। লালমনিরহাটে ইএসডিও ও ম্যাক্স ফাউন্ডেশনের সম্মাননা প্রদান অনুষ্ঠান রাজধানীতে অস্থিরতা: বাড্ডা-শাহজাদপুরে দুই বাসে আগুন, ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ মোহাম্মদপুরে প্রাণিসম্পদ উপদেষ্টার ব্যবসা প্রতিষ্ঠানের সামনে ককটেল বিস্ফোরণ জাতীয় নির্বাচনের আগে গণভোটের সুপারিশ ঐকমত্য কমিশনের সয়াবিন তেলের দাম বাড়ানোর প্রস্তাব পাকিস্তানে ফের আত্মঘাতী বোমা হামলা, নিহত ১২

‘মথ’ ডালে রঙ মিশিয়ে বাজারে মুগ ডাল বানিয়ে বিক্রি

  • NEWS21 staff Musabbir khan
  • আপডেট সময় : ০৫:৩৫:৪৬ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫
  • ৯৯ বার পড়া হয়েছে

‘মথ’ ডালে রঙ মিশিয়ে বাজারে মুগ ডাল বানিয়ে বিক্রি

বগুড়ায় ‘মথ’ ডালে রঙ মিশেয়ে মুগ ডাল নামে বিক্রির অভিযোগে চার প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। রোববার (০২ নভেম্বর) সন্ধ্যায় শহরের ডালপট্টিতে বিভিন্ন ডালের আড়তে যৌথ অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

এ সময় ক্ষতিকর কেমিক্যাল রঙের উপস্থিতি পাওয়ায় চার প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা করা হয়।

রোববার রাতে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এসব তথ্য জানিয়েছে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক মেহেদী হাসান জানান, অভিযানে সব ব্যবসায়ীদের সতর্ক করা হয়। পাশাপাশি দুটি দোকানে প্রশান্ত অ্যান্ড ব্রাদার্সকে ৩০ হাজার, শম্ভু অ্যান্ড ব্রাদার্সকে ৩০ হাজার এবং বিন্তু ডালঘরকে ২০ হাজার ও সুমন ট্রেডার্সকে ২০ হাজার করে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

NEW21
NEW21

এ ছাড়া অভিযুক্ত প্রতিষ্ঠানকে সরকারের সব আইন ও বিধি মেনে সন্ধ্যার মধ্যেই যাদের কাছে রঙ মিশ্রিত ডাল রয়েছে সেই সব বস্তা নিজ নিজ ব্যবসাপ্রতিষ্ঠান থেকে সরিয়ে ফেলতে নির্দেশ দেওয়া হয়। যদিও কর্তৃপক্ষের উপস্থিতিতেই ব্যবসায়ী নেতারা ডালের বস্তাগুলো একত্রিত করে সংশ্লিষ্ট আমদানিকারককে ফেরত পাঠানোর ব্যবস্থা করেন।

যদিও দোকানিরা বলছেন, তারা প্রত্যেকেই এই ডালগুলো রাজশাহীর বানেশ্বর থেকে ক্রয় করেছেন। যদি এগুলোর ভেতরে রঙ মিশ্রণ করা থাকে তা আমদানিকারক প্রতিষ্ঠানগুলোই ভালো বলতে পারবে। তারা পাইকারিতে ক্রয় করে সেভাবেই আবার বিক্রি করে থাকেন।

জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রাসেল জানান, মুগডালে যে রঙের উপস্থিতি তা মানবস্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। যেসব অসাধু ব্যবসায়ী ভোজ্যপণ্যে ভেজাল কিংবা ক্ষতিকারক এমন রঙ ব্যবহারের প্রচেষ্টা করবেন তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি দেন তিনি।

অভিযানে ক্যাবের সাধারণ সম্পাদক ফজিলাতুন্নেছাসহ জেলা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

গাজীপুরে গৃহবধূর গলা কাটা লাশ উদ্ধার, স্বামীর আত্মহত্যার চেষ্টা

‘মথ’ ডালে রঙ মিশিয়ে বাজারে মুগ ডাল বানিয়ে বিক্রি

আপডেট সময় : ০৫:৩৫:৪৬ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫

বগুড়ায় ‘মথ’ ডালে রঙ মিশেয়ে মুগ ডাল নামে বিক্রির অভিযোগে চার প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। রোববার (০২ নভেম্বর) সন্ধ্যায় শহরের ডালপট্টিতে বিভিন্ন ডালের আড়তে যৌথ অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

এ সময় ক্ষতিকর কেমিক্যাল রঙের উপস্থিতি পাওয়ায় চার প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা করা হয়।

রোববার রাতে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এসব তথ্য জানিয়েছে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক মেহেদী হাসান জানান, অভিযানে সব ব্যবসায়ীদের সতর্ক করা হয়। পাশাপাশি দুটি দোকানে প্রশান্ত অ্যান্ড ব্রাদার্সকে ৩০ হাজার, শম্ভু অ্যান্ড ব্রাদার্সকে ৩০ হাজার এবং বিন্তু ডালঘরকে ২০ হাজার ও সুমন ট্রেডার্সকে ২০ হাজার করে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

NEW21
NEW21

এ ছাড়া অভিযুক্ত প্রতিষ্ঠানকে সরকারের সব আইন ও বিধি মেনে সন্ধ্যার মধ্যেই যাদের কাছে রঙ মিশ্রিত ডাল রয়েছে সেই সব বস্তা নিজ নিজ ব্যবসাপ্রতিষ্ঠান থেকে সরিয়ে ফেলতে নির্দেশ দেওয়া হয়। যদিও কর্তৃপক্ষের উপস্থিতিতেই ব্যবসায়ী নেতারা ডালের বস্তাগুলো একত্রিত করে সংশ্লিষ্ট আমদানিকারককে ফেরত পাঠানোর ব্যবস্থা করেন।

যদিও দোকানিরা বলছেন, তারা প্রত্যেকেই এই ডালগুলো রাজশাহীর বানেশ্বর থেকে ক্রয় করেছেন। যদি এগুলোর ভেতরে রঙ মিশ্রণ করা থাকে তা আমদানিকারক প্রতিষ্ঠানগুলোই ভালো বলতে পারবে। তারা পাইকারিতে ক্রয় করে সেভাবেই আবার বিক্রি করে থাকেন।

জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রাসেল জানান, মুগডালে যে রঙের উপস্থিতি তা মানবস্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। যেসব অসাধু ব্যবসায়ী ভোজ্যপণ্যে ভেজাল কিংবা ক্ষতিকারক এমন রঙ ব্যবহারের প্রচেষ্টা করবেন তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি দেন তিনি।

অভিযানে ক্যাবের সাধারণ সম্পাদক ফজিলাতুন্নেছাসহ জেলা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।