সীমান্তে গোলাগুলির সময় সেনা সদস্য নিহত ও চৌকি দখল নিয়ে পাল্টাপাল্টি দাবি করেছে আফগানিস্তানের তালেবান সরকার ও পাকিস্তান। তালেবানের দাবি তাদের আক্রমণের মুখে ১৫ পাকিস্তানি সেনা নিহত হয়েছেন। আর পাকিস্তান বলছে, গোলাগুলির সময় আফগানিস্তানের ১৯টি সীমান্ত চৌকি দখলে নেওয়া হয়েছে।
রোববার এসব তথ্য জানিয়েছে, পাকিস্তানের গণমাধ্যম ডন, ভারতের টাইমস অব ইন্ডিয়া ও আফগানিস্তানের আমু টিভি।
রাষ্ট্রীয় গণমাধ্যম পিটিভি নিউজের বরাত দিয়ে ডন জানিয়েছে, আফগান তালেবানের অযৌক্তিক সীমান্ত অতিক্রম করে হামলার জবাবে পাকিস্তানি নিরাপত্তা বাহিনী সীমান্তের ১৯টি চৌকি দখলে নিয়েছে। এসব চৌকি থেকে পাকিস্তানে হামলা চালানো হয়েছিল। নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে পিটিভি নিউজ আরও জানিয়েছে, চৌকিগুলোতে অবস্থানরত আফগান তালেবান যোদ্ধারা নিহত হয়েছে। বাকিরা প্রাণ বাঁচাতে পালিয়ে যায়।
অপরদিকে কাবুলভিত্তিক সংবাদমাধ্যম হুরিয়াত রেডিওর বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, শনিবার রাতে আফগান বাহিনীর অভিযানে হেলমান্দ প্রদেশে ১৫ পাকিস্তানি সেনা নিহত হয়েছেন। হেলমান্দের প্রাদেশিক সরকারের মুখপাত্র মোহাম্মদ কাসিম রিয়াজ গণমাধ্যমকে জানিয়েছেন, আফগান বাহিনী বাহরামচা জেলায় এই অভিযান চালায়। এ সময় আফগান সেনারা পাকিস্তানের তিনটি নিরাপত্তা চৌকি দখলে নেয়।
কাসিম রিয়াজ আরও জানান, অভিযানে আফগান বাহিনী উল্লেখযোগ্য পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ জব্দ করেছে।
তালেবানের এক বিবৃতির বরাত দিয়ে আমু টিভি জানিয়েছে, পাকিস্তানের ১১টি সীমান্ত চৌকি ধ্বংস করা হয়েছে। দুজন পাকিস্তানি সেনার দেহ উদ্ধার ও বেশ কয়েকটি অস্ত্র জব্দ করা হয়েছে। পাকিস্তানি কর্তৃপক্ষ এখনো তালেবানের এসব দাবির বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি।
এর আগে বার্তা সংস্থা এএফপি ও কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা জানায়, গতকাল শনিবার পাকিস্তানি সেনা ও তালেবানের মধ্যে ব্যাপক গোলাগুলি হয়। তালেবানের দাবি, গত বৃহস্পতিবার কাবুলে পাকিস্তান বিমান হামলা চালায়। এর জবাবে সীমান্তে গুলি ছোঁড়া হয়। আর পাকিস্তানের দাবি, তালেবান বেসামরিক নাগরিকদের ওপর গুলি চালিয়েছে। ফলে সেনারাও পাল্টা জবাব দিতে বাধ্য হয়।