বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানে মুক্তি’ প্রতিপাদ্যকে ২০ সেপ্টেম্বর সকাল ১০টায় হবিগঞ্জ প্রেস ক্লাব মিলনায়তনে শুরু হয় উৎসব। প্রতিযোগিতায় হবিগঞ্জ জেলার আটটি স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। বিচারকদের রায়ে চ্যাম্পিয়ন হয় হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় এবং রানার্সআপ হয় সানশাইন মডেল হাইস্কুল। এতে সেরা বক্তা নির্বাচিত হয় চ্যাম্পিয়ন দলের দলনেতা মহিউদ্দিন ইফাদ।
অংশ নেওয়া স্কুলগুলো হলো– বাসন্তী কুমারী গোপাল চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়, জেকে অ্যান্ড এইচকে হাইস্কুল অ্যান্ড কলেজ, দক্ষিণাচরণ পাইলট উচ্চ বিদ্যালয়, শায়েস্তাগঞ্জ ইসলামিয়া একাডেমি, বিয়াম ল্যাবরেটরি স্কুল ও আবু জাহির উচ্চ বিদ্যালয়।
প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। হবিগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও সাংবাদিক রাসেল চৌধুরীর সভাপতিত্বে ও শাহ ফখরুজ্জামানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ হারুন মিয়া। বিশেষ অতিথি ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৈয়দ মিজবাহ উদ্দিন এবং হবিগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও হবিগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক।
এ ছাড়া বিচারকমণ্ডলীদের মধ্যে উপস্থিত ছিলেন– ধর্মঘর ডিগ্রি কলেজের অধ্যক্ষ আলী আজগর, শায়েস্তাগঞ্জ জহুরচান বিবি মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুন, সৈয়দ সঈদ উদ্দিন ডিগ্রি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক নাছরিন হক। আলোচনা সভা শেষে অতিথিরা বিজয়ী ও রানার্সআপ দলের প্রতিযোগীদের মধ্যে ক্রেস্ট তুলে দেন।