ঢাকা ১০:০৫ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

গাইবান্ধার সুন্দরগঞ্জে অসহায় দুইজনকে ইলেকট্রনিক হুইল চেয়ার দিলেন সিন্টু সরদার

গাইবান্ধার সুন্দরগঞ্জে অসহায় দুইজনের জীবনে আলো ফুটলো ইলেকট্রনিক হুইল চেয়ারের ছোঁয়ায়। চলাফেরায় অক্ষম দু’জন মানুষ নতুন করে স্বপ্ন দেখছেন আবারও স্বাভাবিক জীবনে ফিরবেন। অসহায় ও অসুস্থ দু’জনকে অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন ইলেকট্রনিক হুইল চেয়ার প্রদান করেছেন বিশিষ্ট সমাজসেবক আরেফিন আজিজ সরদার সিন্টু।

সোমবার সন্ধ্যায় সোনারায় ইউনিয়নের সোনারায় বাজারে আনুষ্ঠানিকভাবে এ হুইল চেয়ার প্রদান করা হয়। এসময় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ইলেকট্রনিক হুইল চেয়ারপ্রাপ্তরা হলেন, সোনারায় ইউনিয়নের পূর্ব সোনারায় মৃত মেছের উদ্দিনের ছেলে জয়নাল আবেদীন এবং পশ্চিম সোনারায় গুচ্ছগ্রামের মৃত কছর আলীর ছেলে খায়রুজ্জামাল মিয়া।

জানা যায়, খায়রুজ্জামাল মিয়া কয়েক বছর আগে এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে দীর্ঘদিন ধরে শয্যাশায়ী। অন্যদিকে ২০১৩ সালে পায়ে ক্ষত থেকে সংক্রমণের কারণে পা হারান জয়নাল আবেদীন।

হুইল চেয়ার পেয়ে আবেগাপ্লুত জয়নাল আবেদীন বলেন, ‘আমি বহুদিন ধরে চলাফেরায় অক্ষম হয়ে পড়েছিলাম। এই চেয়ারটা আমাকে নতুনভাবে বাঁচার শক্তি দিল।’

অপরদিকে খায়রুজ্জামাল মিয়া অনুভূতি প্রকাশ করে বলেন, ‘এতোদিন মানুষের সহায়তায় চলতে হতো। এখন এই ইলেকট্রনিক হুইল চেয়ার আমাকে অনেকটা স্বাবলম্বী করবে। আমি দোয়া করি, আল্লাহ সিন্টু ভাইকে সুস্থ ও দীর্ঘায়ু করুন।’

সমাজসেবক আরেফিন আজিজ সরদার সিন্টু বলেন, ‘মানুষ মানুষের জন্য। অসহায় মানুষের মুখে হাসি ফুটাতে পারলেই আমি আনন্দ পাই। সমাজের সামর্থ্যবানরা এগিয়ে এলে অসহায়দের জন্য সুন্দর সমাজ গড়ে উঠবে।’

উল্লেখ্য, আরেফিন আজিজ সরদার সিন্টু সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সুন্দরগঞ্জ পৌরসভার সাবেক প্রশাসক প্রয়াত আজিজার রহমান সরদারের ছেলে। তিনি আসন্ন সংসদ নির্বাচনে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসন থেকে জাতীয়তাবাদী দল-বিএনপির মনোনয়ন প্রত্যাশী।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

গাইবান্ধার সুন্দরগঞ্জে অসহায় দুইজনকে ইলেকট্রনিক হুইল চেয়ার দিলেন সিন্টু সরদার

আপডেট সময় : ০৮:১৪:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫

গাইবান্ধার সুন্দরগঞ্জে অসহায় দুইজনের জীবনে আলো ফুটলো ইলেকট্রনিক হুইল চেয়ারের ছোঁয়ায়। চলাফেরায় অক্ষম দু’জন মানুষ নতুন করে স্বপ্ন দেখছেন আবারও স্বাভাবিক জীবনে ফিরবেন। অসহায় ও অসুস্থ দু’জনকে অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন ইলেকট্রনিক হুইল চেয়ার প্রদান করেছেন বিশিষ্ট সমাজসেবক আরেফিন আজিজ সরদার সিন্টু।

সোমবার সন্ধ্যায় সোনারায় ইউনিয়নের সোনারায় বাজারে আনুষ্ঠানিকভাবে এ হুইল চেয়ার প্রদান করা হয়। এসময় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ইলেকট্রনিক হুইল চেয়ারপ্রাপ্তরা হলেন, সোনারায় ইউনিয়নের পূর্ব সোনারায় মৃত মেছের উদ্দিনের ছেলে জয়নাল আবেদীন এবং পশ্চিম সোনারায় গুচ্ছগ্রামের মৃত কছর আলীর ছেলে খায়রুজ্জামাল মিয়া।

জানা যায়, খায়রুজ্জামাল মিয়া কয়েক বছর আগে এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে দীর্ঘদিন ধরে শয্যাশায়ী। অন্যদিকে ২০১৩ সালে পায়ে ক্ষত থেকে সংক্রমণের কারণে পা হারান জয়নাল আবেদীন।

হুইল চেয়ার পেয়ে আবেগাপ্লুত জয়নাল আবেদীন বলেন, ‘আমি বহুদিন ধরে চলাফেরায় অক্ষম হয়ে পড়েছিলাম। এই চেয়ারটা আমাকে নতুনভাবে বাঁচার শক্তি দিল।’

অপরদিকে খায়রুজ্জামাল মিয়া অনুভূতি প্রকাশ করে বলেন, ‘এতোদিন মানুষের সহায়তায় চলতে হতো। এখন এই ইলেকট্রনিক হুইল চেয়ার আমাকে অনেকটা স্বাবলম্বী করবে। আমি দোয়া করি, আল্লাহ সিন্টু ভাইকে সুস্থ ও দীর্ঘায়ু করুন।’

সমাজসেবক আরেফিন আজিজ সরদার সিন্টু বলেন, ‘মানুষ মানুষের জন্য। অসহায় মানুষের মুখে হাসি ফুটাতে পারলেই আমি আনন্দ পাই। সমাজের সামর্থ্যবানরা এগিয়ে এলে অসহায়দের জন্য সুন্দর সমাজ গড়ে উঠবে।’

উল্লেখ্য, আরেফিন আজিজ সরদার সিন্টু সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সুন্দরগঞ্জ পৌরসভার সাবেক প্রশাসক প্রয়াত আজিজার রহমান সরদারের ছেলে। তিনি আসন্ন সংসদ নির্বাচনে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসন থেকে জাতীয়তাবাদী দল-বিএনপির মনোনয়ন প্রত্যাশী।