সাতক্ষীরায় গোয়েন্দা পুলিশ ডিবি’র অভিযানে মদসহ দু’জনকে আটক করা হয়েছে।
আজ শনিবার ভোর সাড়ে ৫ টার দিকে ভোমরার গাজীপাড়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলো, ভোমরা গাজীপাড়ার মৃত মজিবর রহমান সরদারের ছেলে মোঃ খায়রুল ইসলাম (২২) এবং একই এলাকার মোঃ ইউনুস গাজীর ছেলে মোঃ রাকিব হোসেন (১৯)।
সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশ জানায়, সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামের দিক নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মুকিত হাসান খাঁনের তত্ত্বাবধানে, ডিবির অফিসার ইনচার্জ মোঃ নিজাম উদ্দীন মোল্যার নেতৃত্বে, জেলা গোয়েন্দা শাখার এসআই মোঃ হেমায়েত হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ২৭ সেপ্টেম্বর ভোর সাড়ে ৫ টায় অভিযান পরিচালনা করেন।
এসময় ভোমরা গাজীপাড়ায় ধৃত আসামী খায়রুল ইসলামের বসত বাড়ীর সামনে ইটের সলিং রাস্তার উপর থেকে আসামীদ্বয়কে আটক করা হয় এবং আসামীদের হেফাজত হতে ৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। যার বাজার মুল্য অনুমান ৭ হাজার টাকা। এবিষয়ে সাতক্ষীরা থানায় মামলা দায়ের করা হয়েছে।
সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরায় ডিবি পুলিশের অভিযানে ৭বোতল মদসহ দু’জন আটক
-
মামুন হোসাইন, সাতক্ষীরা
- আপডেট সময় : ০৬:১৫:০৪ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
- ৮০ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ