বগুড়া শহরের দত্তবাড়ি এলাকার শতাব্দী ফিলিং স্টেশনের ক্যাশিয়ার ইকবাল বাহারকে (৩০) গলাকেটে খুন করেছে দুর্বৃত্তরা। শনিবার রাতে তাকে খুন করে মরদেহ পাম্পের ভিতর একটি ঘরে রেখে যায়।
আজ রোববার সকালে পুলিশ ইকবালের মরদেহ উদ্ধার করে। সে সিরাজগঞ্জ সদর উপজেলার পিপুলিয়া গ্রামের আব্দুল করিমের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ইকবাল বাহার গত ৪ বছর থেকে এই পাম্পে চাকরি করেন। তিনি স্ত্রী সন্তান নিয়ে শহরের কাটনারপাড়া এলাকায় থাকতেন। কী কারণে তাকে খুন করা হয়েছে তা প্রাথমিকভাবে জানা যায়নি।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মো. রায়হান খুনের বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্ত চলছে এবং অপরাধীদের গ্রেপ্তারে পুলিশ মাঠে আছে।