ঢাকা ১০:০৩ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় বিজিবির ধারাবাহিক অভিযানে ৪,৪২,৩২৪ টাকা মূল্যের মাদক আটক

বিজিবির ধারাবাহিক মাদকবিরোধী অভিযানে ভারতীয় ১৯৫ গ্রাম হেরোইন, ১১ বোতল মদ, ১৯ বোতল ফেন্সিডিল এবং ভারতে পাচারকালে বাংলাদেশী ৯৮ বোতল কিটনাশক আটক করেছে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)।

কুষ্টিয়া ব্যাটালিয়ন ৪৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মোর্শেদ রহমান পিএসসি এক লিখিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন। তিনি লিখিত প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ২৫ জুলাই আনুমানিক সকাল ১১ ঘটিকায় সময় কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ আশ্রায়ন বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৫৩/১০-এস হতে আনুমানিক ৯০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তালতলা ঘাট নামক স্থানে নায়েব সুবেদার মোঃ শওকত হোসেন এর নেতৃত্বে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় ০.১৯৫ কেজি হেরোইন এবং ১৯ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়। যার আনুমানিক সিজার মূল্য- ৩,৯৭,৬০০/- (তিন লক্ষ সাতানব্বই হাজার ছয়শত) টাকা।

২৫ জুলাই আরেকটি অভিযানে আনুমানিক দুপুর ১টা ২০ মিনিটের সময় ঠোটারপাড়া বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৫৩/৫-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভাংগাপাড়া মাঠ নামক স্থানে হাবিলদার মোঃ ফারুক এর নেতৃত্বে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় ১১ বোতল মদ আটক করতে সক্ষম হয়। যার আনুমানিক সিজার মূল্য- ১৬,৫০০/- (ষোল হাজার পাঁচশত) টাকা।

২৬ জুলাই আনুমানিক দুপুর ১ টা ৫০ মিনিটের সময় উদয়নগর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৮১/১-এস হতে আনুমানিক ৬০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আতারপাড়া নদীর পাড় নামক স্থানে হাবিলদার অজয় কুমার এর নেতৃত্বে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে বাংলাদেশী ৯৮ বোতল কিটনাশক আটক করতে সক্ষম হয়। যার আনুমানিক সিজার মূল্য- ২৮,২২৪/- (আটাশ হাজার দুইশত চব্বিশ) টাকা।

আটককৃত মালামালের সর্বমোট সিজার মূল্য-৪,৪২,৩২৪/- (চার লক্ষ বিয়াল্লিশ হাজার তিনশত চব্বিশ) টাকা।

৫। মালিকবিহীন অবস্থায় আটককৃত মাদকদ্রব্য এবং অন্যান্য মালামাল বিধি মোতাবেক ধ্বংসের নিমিত্তে ব্যাটালিয়ন মাদক স্টোরে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এবং মাদক পাচারসহ সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে। এ সকল মাদকদ্রব্য উদ্ধার বিজিবি’র দৃঢ় প্রতিশ্রুতির একটি সফল দৃষ্টান্ত। ভবিষ্যতেও মাদক দ্রব্যসহ অবৈধ চোরাচালানী পর্ণ আটকে বিজিবি কার্যকর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় বিজিবির ধারাবাহিক অভিযানে ৪,৪২,৩২৪ টাকা মূল্যের মাদক আটক

আপডেট সময় : ০৯:০৮:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫

বিজিবির ধারাবাহিক মাদকবিরোধী অভিযানে ভারতীয় ১৯৫ গ্রাম হেরোইন, ১১ বোতল মদ, ১৯ বোতল ফেন্সিডিল এবং ভারতে পাচারকালে বাংলাদেশী ৯৮ বোতল কিটনাশক আটক করেছে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)।

কুষ্টিয়া ব্যাটালিয়ন ৪৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মোর্শেদ রহমান পিএসসি এক লিখিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন। তিনি লিখিত প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ২৫ জুলাই আনুমানিক সকাল ১১ ঘটিকায় সময় কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ আশ্রায়ন বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৫৩/১০-এস হতে আনুমানিক ৯০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তালতলা ঘাট নামক স্থানে নায়েব সুবেদার মোঃ শওকত হোসেন এর নেতৃত্বে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় ০.১৯৫ কেজি হেরোইন এবং ১৯ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়। যার আনুমানিক সিজার মূল্য- ৩,৯৭,৬০০/- (তিন লক্ষ সাতানব্বই হাজার ছয়শত) টাকা।

২৫ জুলাই আরেকটি অভিযানে আনুমানিক দুপুর ১টা ২০ মিনিটের সময় ঠোটারপাড়া বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৫৩/৫-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভাংগাপাড়া মাঠ নামক স্থানে হাবিলদার মোঃ ফারুক এর নেতৃত্বে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় ১১ বোতল মদ আটক করতে সক্ষম হয়। যার আনুমানিক সিজার মূল্য- ১৬,৫০০/- (ষোল হাজার পাঁচশত) টাকা।

২৬ জুলাই আনুমানিক দুপুর ১ টা ৫০ মিনিটের সময় উদয়নগর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৮১/১-এস হতে আনুমানিক ৬০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আতারপাড়া নদীর পাড় নামক স্থানে হাবিলদার অজয় কুমার এর নেতৃত্বে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে বাংলাদেশী ৯৮ বোতল কিটনাশক আটক করতে সক্ষম হয়। যার আনুমানিক সিজার মূল্য- ২৮,২২৪/- (আটাশ হাজার দুইশত চব্বিশ) টাকা।

আটককৃত মালামালের সর্বমোট সিজার মূল্য-৪,৪২,৩২৪/- (চার লক্ষ বিয়াল্লিশ হাজার তিনশত চব্বিশ) টাকা।

৫। মালিকবিহীন অবস্থায় আটককৃত মাদকদ্রব্য এবং অন্যান্য মালামাল বিধি মোতাবেক ধ্বংসের নিমিত্তে ব্যাটালিয়ন মাদক স্টোরে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এবং মাদক পাচারসহ সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে। এ সকল মাদকদ্রব্য উদ্ধার বিজিবি’র দৃঢ় প্রতিশ্রুতির একটি সফল দৃষ্টান্ত। ভবিষ্যতেও মাদক দ্রব্যসহ অবৈধ চোরাচালানী পর্ণ আটকে বিজিবি কার্যকর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।