জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক চৌধুরী নায়াব ইউসুফ বলেছেন, মানসিক উৎকর্ষ সাধনে খেলাধুলার বিকল্প নেই। এজন্য তরুণদের খেলাধুলা চর্চা বাড়াতে কাজ করতে হবে।
শুক্রবার বিকেলে আলীপুর প্রজেক্ট মাঠে আলীপুর যুব সমাজ আয়োজিত টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চৌধুরী নায়াব ইউসুফ একথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিএমইএর পরিচালক ফারিয়ান ইউসুফ।
অনুষ্ঠিত খেলায় চ্যাম্পিয়ন হয়েছে কুষ্টিয়ার এএমসি ইঞ্জিনিয়ারিং লিমিটেড। আর ৭ উইকেটে হেরে রাজবাড়ী সুজন মালিক স্পোর্টিং ক্লাব রানারআপ হয়।
এ সময় খেলার মধ্য বিরতিতে উত্তরায় বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষক ও শিশুদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
খেলায় ১৬টি দল নিয়ে নকআউট পদ্ধতিতে ১৫ এপ্রিল থেকে এ টুর্নামেন্ট শুরু হয়। এর আয়োজক কমিটির নেতৃত্বে ছিলেন মাহমুদুল হাসান। এছাড়া আলীপুর যুবসমাজের মোহাম্মদ রিয়াদ, একরামুজ্জামান প্রতীক, মো: হামজা বারী, মোহাম্মদ মেহেদী, মোহাম্মদ টিটন মোহাম্মদ জহির প্রমুখ।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সুন্দর এ আয়োজনে সম্পৃক্ত সকলের প্রতি শুভেচ্ছা জানিয়ে প্রধান অতিথি চৌধুরী নায়াব ইউসুফ তার বক্তৃতায় বলেন, যুবসমাজ ফেসবুকে ঝুঁকেছে। মোবাইল গেমের দিকে চোখ তাদের। এখান থেকে বেরিয়ে আসতে হবে। এই মানসিক উৎকর্ষের জন্য খেলাধুলা প্রয়োজন। খেলাধুলার বিকল্প নেই।
এসময় মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, কোতোয়ালি থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হাসান চৌধুরী রঞ্জন, মহানগর বিএনপি যুগ্ন আহবায়ক ইমদাদুল হক ও আরিফুজ্জামান অপু, যুবদলের আলী রেজওয়ান বিশ্বাস তরুণ, ভিপি ইউসুফ, স্বেচ্ছাসেবক দলের শিবলী সাদিক, কৃষক দলের মুরাদ হোসেন, ছাত্রদলের সৈয়দ আদনান হোসেন অনু, অনিক আহমেদ, লুৎফর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
খেলা শেষে চ্যাম্পিয়ন দলের হাতে ৫০ হাজার টাকা ও ট্রফি এবং রানারআপ দলকে ৩০ হাজার টাকা ও ট্রফি প্রদান করা হয়। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলের খেলোয়াড় গুল্টি ৬ টি ৬ মেরে ম্যান অব দ্য মাচ হয়। প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট পুরস্কার পেয়েছে রানার আপ দলের ইকবাল। খেলা পরিচালনাকারী দুই আম্প্যায়ার ছিলেন মিলন শেখ ও নাজমুল ইসলাম।
এদিকে খেলা শুরু হওয়ার আগে থেকেই স্থানীয় এবং ফাইনালে অংশ নেয়া দুই দলের দর্শক সমর্থকেরা মাঠে আসতে শুরু করে। মাঠের আশেপাশে দাড়িয়ে থেকে অনেক নারী দর্শক ফাইনাল খেলাটি উপভোগ করেন। খেলা চলাকালে দলটি একের পর এক ছক্কা হাকানোর সময় তার সমর্থকেরা মাঠে ঢুকে পকেটে উপহারের টাকা গুজে দিয়ে যায়।
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে ক্রিকেট ম্যাচ দেখতে নারী দর্শকদের ভীড় যুবকদের খেলাধুলাচর্চার আগ্রহ বাড়াতে হবে – নায়াব ইউসুফ
-
ফরিদপুর প্রতিনিধি
- আপডেট সময় : ০২:৫১:১৩ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫
- ২৬ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ