সিদ্ধিরগঞ্জ থানার ১ নং ওয়ার্ড মিঝমিজি বাতেন পাড়া ক্যানেল পাড় এলাকার ইবরাহিম মিয়ার চারতলা বাড়ির একটি কক্ষ ভাড়া থাকতো ওই দম্পতি।
শুক্রবার (২৫ জুলাই) রাত ১১ টার দিকে স্বামী তার স্ত্রীকে রুটি বানানো বেলুন দিয়ে পিটিয়ে হত্যা করে পর ওই কক্ষে লাশটি রেখে পালানোর চেষ্টা কালে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
গ্রেফতারকৃত বিল্লাল (৩২) সিদ্ধিরগঞ্জ থানার মিঝমিজি ক্যানেল এলাকার ইবরাহিম মিয়ার বাড়ীর ভাড়াটিয়া আব্দুল কাদিরের ছেলে।
নিহত,ইতি আক্তার (২৫) ঢাকা নবাবগঞ্জ থানার ধড়ী কান্দী এলাকার মৃত মানিক গাজী মেয়ে।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম সময়ের কন্ঠস্বরকে জানান,স্থানীরা খবর দিলে তাৎক্ষণিক গঠনাস্থলে গিয়ে ঘাতক স্বামীকে বিল্লাল (৩২) গ্রেফতার হয়।
ওই বিল্ডিংয়ের তিনতালা এক ভাড়াটিয়া রাতে হঠাৎ চিৎকার শুনে তারা উপরের তলায় গিয়ে দেখেন ফ্ল্যাটের কক্ষে ইতির নিথর দেহ মেঝেতে পড়ে আছে। পাশেই ছিলেন তার স্বামী বিল্লাল। পরে থানায় খবর দেয়। পরে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পাষণ্ড স্বামী বিল্লালকে গ্রেফতার করে ওই গৃহবধূর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।