ঢাকা ০৫:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

এইচএসসি পরীক্ষা দিতে বেরিয়ে নিখোঁজ মাহিরা উদ্ধার

  • Meghla
  • আপডেট সময় : ১২:৫৬:৩৪ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫
  • ৯ বার পড়া হয়েছে

এইচএসসি পরীক্ষা দিতে বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হওয়া মিরপুর সরকারি বাঙলা কলেজের শিক্ষার্থী মাহিরা বিনতে মারুফ পুলিকে উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। রাজধানীর ভাটারা থানা এলাকা থেকে নিখোঁজ হওয়া মাহিরাকে সাভার থেকে উদ্ধার করা হয় রবিবার (২৯ জুন) দিনগত রাতে।

র‍্যাব-৪ এর অতিরিক্ত পুলিশ সুপার (অপস) কে এন রায় নিয়তি বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধারপ্রাপ্ত মাহিরাকে আনুষ্ঠানিকতা শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এর আগে, রবিবার সকাল ৮টার দিকে এইচএসসি পরীক্ষার উদ্দেশ্যে বাসা থেকে বের হন মাহিরা। দুপুর ১টার দিকে এইচএসসির পরীক্ষার সময় শেষ হয়। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তিনি বাসায় ফেরেননি। উদ্বিগ্ন পরিবারের সদস্যরা পরীক্ষা কেন্দ্রে গিয়ে জানতে পারেন, মাহিরা পরীক্ষায় উপস্থিতই হননি।

এ ঘটনার পরপরই সন্ধ্যায় রাজধানীর ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে মাহিরার পরিবার। এরপর থেকেই তাকে খুঁজতে নামে আইনশৃঙ্খলা বাহিনী।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

এইচএসসি পরীক্ষা দিতে বেরিয়ে নিখোঁজ মাহিরা উদ্ধার

আপডেট সময় : ১২:৫৬:৩৪ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫

এইচএসসি পরীক্ষা দিতে বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হওয়া মিরপুর সরকারি বাঙলা কলেজের শিক্ষার্থী মাহিরা বিনতে মারুফ পুলিকে উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। রাজধানীর ভাটারা থানা এলাকা থেকে নিখোঁজ হওয়া মাহিরাকে সাভার থেকে উদ্ধার করা হয় রবিবার (২৯ জুন) দিনগত রাতে।

র‍্যাব-৪ এর অতিরিক্ত পুলিশ সুপার (অপস) কে এন রায় নিয়তি বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধারপ্রাপ্ত মাহিরাকে আনুষ্ঠানিকতা শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এর আগে, রবিবার সকাল ৮টার দিকে এইচএসসি পরীক্ষার উদ্দেশ্যে বাসা থেকে বের হন মাহিরা। দুপুর ১টার দিকে এইচএসসির পরীক্ষার সময় শেষ হয়। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তিনি বাসায় ফেরেননি। উদ্বিগ্ন পরিবারের সদস্যরা পরীক্ষা কেন্দ্রে গিয়ে জানতে পারেন, মাহিরা পরীক্ষায় উপস্থিতই হননি।

এ ঘটনার পরপরই সন্ধ্যায় রাজধানীর ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে মাহিরার পরিবার। এরপর থেকেই তাকে খুঁজতে নামে আইনশৃঙ্খলা বাহিনী।