ঢাকা ০৫:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ঢাবির সাবেক শিক্ষার্থী সৌমিক নিখোঁজ

  • Meghla
  • আপডেট সময় : ০৬:২৮:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫
  • ২২ বার পড়া হয়েছে

বগুড়ায় বাড়ি থেকে হাঁটতে বের হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী হাসিন রাইহান সৌমিক (৩০) নিখোঁজ হয়েছেন। গত বৃহস্পতিবার (২৬ জুন) সন্ধ্যায় হাঁটার জন্য বগুড়া শহরের জলেশ্বরীতলা নুর মসজিদ এলাকায় বাড়ি থেকে বের হন তিনি। এরপর থেকে তাকে আর খুঁজে পাচ্ছে না পরিবার।

সৌমিকের গ্রামের বাড়ি বগুড়ার সোনাতলা উপজেলার বোচারপুকুর গ্রামে। দীর্ঘদিন থেকে তারা শহরের জলেশ্বরীতলা এলাকায় বসবাস করছেন।

এদিকে নিখোঁজের ঘটনায় তার বাবা ব্যবসায়ী তৌফিকুর রহমান হেলাল বগুড়া সদর থানায় সাধারণ ডায়েরি করেছেন। সৌমিক নিখোঁজ হওয়ার পর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ রয়েছে। ছেলে নিখোঁজের ঘটনায় পরিবারে নেমে এসেছে শোক ও উৎকণ্ঠা। ছেলের সন্ধ্যানে দিন-রাত প্রহর গুনছেন বাবা-মা, আত্মীয়-স্বজন। ছেলেকে ফিরে পাওয়ার আশায় পাড়া-প্রতিবেশী, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব সব জায়গায় খোঁজাখুঁজি করছে পরিবার।

সৌমিকের পরিবার জানায়, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সৌমিক কম্পিউটার সায়েন্সে সদ্য গ্রাজুয়েশন সম্পন্ন করে স্কলারশিপ নিয়ে উচ্চতর ডিগ্রির জন্য আমেরিকার ইউনিভার্সিটি অফ টেক্সাস ডালাসে যাওয়ার প্রস্ততি নিচ্ছিলেন। সে অনেক মেধাবী শিক্ষার্থী। তিনদিন হলো সে নিখোঁজ হয়েছে। হঠাৎ সে কিভাবে নিখোঁজ হলো বুঝতে পারছি না। আমরা আমাদের সন্তানকে ফিরে পেতে চাই।

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান বাসির জানান, নিখোঁজের খবর শুনেছি। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। দ্রুত তাকে খুঁজে বের করা হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ঢাবির সাবেক শিক্ষার্থী সৌমিক নিখোঁজ

আপডেট সময় : ০৬:২৮:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫

বগুড়ায় বাড়ি থেকে হাঁটতে বের হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী হাসিন রাইহান সৌমিক (৩০) নিখোঁজ হয়েছেন। গত বৃহস্পতিবার (২৬ জুন) সন্ধ্যায় হাঁটার জন্য বগুড়া শহরের জলেশ্বরীতলা নুর মসজিদ এলাকায় বাড়ি থেকে বের হন তিনি। এরপর থেকে তাকে আর খুঁজে পাচ্ছে না পরিবার।

সৌমিকের গ্রামের বাড়ি বগুড়ার সোনাতলা উপজেলার বোচারপুকুর গ্রামে। দীর্ঘদিন থেকে তারা শহরের জলেশ্বরীতলা এলাকায় বসবাস করছেন।

এদিকে নিখোঁজের ঘটনায় তার বাবা ব্যবসায়ী তৌফিকুর রহমান হেলাল বগুড়া সদর থানায় সাধারণ ডায়েরি করেছেন। সৌমিক নিখোঁজ হওয়ার পর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ রয়েছে। ছেলে নিখোঁজের ঘটনায় পরিবারে নেমে এসেছে শোক ও উৎকণ্ঠা। ছেলের সন্ধ্যানে দিন-রাত প্রহর গুনছেন বাবা-মা, আত্মীয়-স্বজন। ছেলেকে ফিরে পাওয়ার আশায় পাড়া-প্রতিবেশী, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব সব জায়গায় খোঁজাখুঁজি করছে পরিবার।

সৌমিকের পরিবার জানায়, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সৌমিক কম্পিউটার সায়েন্সে সদ্য গ্রাজুয়েশন সম্পন্ন করে স্কলারশিপ নিয়ে উচ্চতর ডিগ্রির জন্য আমেরিকার ইউনিভার্সিটি অফ টেক্সাস ডালাসে যাওয়ার প্রস্ততি নিচ্ছিলেন। সে অনেক মেধাবী শিক্ষার্থী। তিনদিন হলো সে নিখোঁজ হয়েছে। হঠাৎ সে কিভাবে নিখোঁজ হলো বুঝতে পারছি না। আমরা আমাদের সন্তানকে ফিরে পেতে চাই।

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান বাসির জানান, নিখোঁজের খবর শুনেছি। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। দ্রুত তাকে খুঁজে বের করা হবে।