বরগুনায় গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন আরও ৮১ জন। এ নিয়ে জেলায় গত ৬ মাসে ডেঙ্গুতে মোট আক্রান্ত হয়েছেন ২৬৪১ জন। স্বাস্থ্য বিভাগের হিসাব মতে, এতে ৬ জনের মৃত্যু হয়েছে।
জানা যায়, বরগুনার ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে আইসিইউ ব্যবস্থা না থাকায় ডেঙ্গু আক্রান্তদের সঠিক সেবা দিতে পারছেন না চিকিৎসকরা। এতে করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিতে আস্থা পাচ্ছেন না ডেঙ্গু আক্রান্ত বা তাদের স্বজনরা। যার কারণে ডেঙ্গু আক্রান্তদের সঠিক তথ্যও পাচ্ছে না স্বাস্থ্য বিভাগ। মঙ্গলবার পাথরঘাটা উপজেলার সাধনা রানী নামের এক গৃহবধূ বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। এভাবে অনেক মৃত্যুর তালিকা বরগুনা স্বাস্থ্য বিভাগের কাছে নেই।
বরগুনা পৌর প্রশাসন ও স্বাস্থ্য অধিকার ফোরাম থেকে সচেতনতামূলক প্রচারণা এবং পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।