ঢাকা ১২:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

ভাঙ্গায় সেতু থেকে পড়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

  • Meghla
  • আপডেট সময় : ০১:২৬:২২ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫
  • ৯৭ বার পড়া হয়েছে

ফরিদপুরের ভাঙ্গায় সেতু থেকে পড়ে নুরুদ্দিন (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৪ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভাঙ্গা পৌরসভার ইন্টারসেকশনের এক্সপ্রেসওয়ে সেতুতে এ দুর্ঘটনা ঘটে। নিহত নুরুদ্দিন নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার সৌদি প্রবাসী কামাল হোসেনের ছেলে। সে মোহনগঞ্জ আদর্শ বিদ্যালয়ের মানবিক বিভাগের শিক্ষার্থী ছিল এবং ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।

জানা গেছে, পরীক্ষা শেষে বন্ধুদের সঙ্গে ৪১ দিনের তাবলীগ জামাতে অংশ নিয়েছিল নুরুদ্দিন। মঙ্গলবার বিকেলে ভাঙ্গা ইন্টারসেকশন দেখতে গেলে অসাবধানতাবশত সেতু থেকে নিচে পড়ে যায় এবং মাথায় আঘাত পায়। স্থানীয়রা উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তানসিভ জুবায়ের বলেন, নুরুদ্দিনকে গুরুতর অবস্থায় আনা হয়েছিল, ফরিদপুর নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ভাঙ্গা থানার ওসি মো. আশরাফ হোসেন বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ভাঙ্গায় সেতু থেকে পড়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

আপডেট সময় : ০১:২৬:২২ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫

ফরিদপুরের ভাঙ্গায় সেতু থেকে পড়ে নুরুদ্দিন (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৪ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভাঙ্গা পৌরসভার ইন্টারসেকশনের এক্সপ্রেসওয়ে সেতুতে এ দুর্ঘটনা ঘটে। নিহত নুরুদ্দিন নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার সৌদি প্রবাসী কামাল হোসেনের ছেলে। সে মোহনগঞ্জ আদর্শ বিদ্যালয়ের মানবিক বিভাগের শিক্ষার্থী ছিল এবং ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।

জানা গেছে, পরীক্ষা শেষে বন্ধুদের সঙ্গে ৪১ দিনের তাবলীগ জামাতে অংশ নিয়েছিল নুরুদ্দিন। মঙ্গলবার বিকেলে ভাঙ্গা ইন্টারসেকশন দেখতে গেলে অসাবধানতাবশত সেতু থেকে নিচে পড়ে যায় এবং মাথায় আঘাত পায়। স্থানীয়রা উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তানসিভ জুবায়ের বলেন, নুরুদ্দিনকে গুরুতর অবস্থায় আনা হয়েছিল, ফরিদপুর নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ভাঙ্গা থানার ওসি মো. আশরাফ হোসেন বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।