ফরিদপুরের সদরপুর উপজেলায় ইজিবাইক ছিনতাইকারি চক্রের চার সদস্যকে আটক করেছে সদরপুর থানা পুলিশ। এসময় কৃষ্ণপুর ইউনিয়ন থেকে ছিনতাই হওয়া ২ টি ইজিবাইক উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, মুকসুদপুর উপজেলার দিগনগর ইউনিয়নের শরফ মীরের পুত্র ইস্রাফিল মীর(৩৫), কাউছার শেখের পুত্র রাজু শেখ(৩৫), শরদী গ্রামের আবুল খায়ের খানের পুত্র নাইম খান(২০), জোয়াইরা গ্রামের নুরুল হক শেখের পুত্র আসাদুল শেখ(৩০)।
সদরপুর থানার অফিসার ইনচার্জ নাজমুল হাসান জানান, গত শনিবার উপজেলার কৃষ্ণপুর ইউনিয়ন থেকে দুটি ইজিবাইক ছিনতাই হয়, চালকের অভিযোগের ভিত্তিতে বুধবার গভীর রাতে অভিযান চালিয়ে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে ছিনতাইকারি চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়। আটককৃতদের তথ্যের ভিত্তিত্বে ছিনতাই হওয়া ইজিবাইক উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে তারেদকে কোর্ট হাজতে প্রেরন করা হয়েছে।