গাজীপুর সদর উপজেলার মির্জাপুর বাজার এলাকায় নাগরিক ঐক্য পার্টির ব্যানারে লাঠি, চাইনিজ কুড়াল ও দেশীয় অস্ত্র নিয়ে একটি বিক্ষোভ মিছিল করেছে দলটির নেতাকর্মীরা। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।
বুধবার (৭ মে) সকাল ৯টার দিকে মির্জাপুর বাজারের আঞ্চলিক সড়কে এই মিছিল অনুষ্ঠিত হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাজারের বর্তমান অঘোষিত কমিটির ইজারাদার মোবারক হোসেন মুসুল্লি ও মগবুল মুসুল্লির বিরুদ্ধে এই মিছিলের আয়োজন করা হয়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, পূর্বের বাজার কমিটির সদস্য আব্দুল গণি (৫২)-এর উসকানিতে মিছিলটি সংঘটিত হয়। এতে নেতৃত্ব দেন রাশিদুল ইসলাম ওরফে রানা (২৮), নাইম (২৭) ও ফরহাদ (২৫)। তারা দুটি মিনি বাস ও দুটি অ্যাম্বুলেন্সযোগে প্রায় শতাধিক লোক নিয়ে বাজার এলাকায় প্রবেশ করেন। মিছিলকারীদের হাতে ছিল লাঠি, চাইনিজ কুড়ালসহ বিভিন্ন দেশীয় অস্ত্র।
এ সময় বাজার ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা মিছিলকারীদের প্রতিরোধ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে স্থানীয় লোকজন একটি অ্যাম্বুলেন্সসহ নাইম ও ফরহাদকে আটক করে এবং নাগরিক ঐক্য পার্টির ব্যানার ও লাঠি জব্দ করে।
খবর পেয়ে জয়দেবপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুজনকে হেফাজতে নেয়। পরে বাজার এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
এ বিষয়ে নাগরিক ঐক্য পার্টির গাজীপুর মহানগর সভাপতি রাশিদুল ইসলাম রানা বলেন, “আমরা সাধারণ মানুষের চিকিৎসা সেবার জন্য নেতাকর্মীদের অ্যাম্বুলেন্সযোগে মির্জাপুর এলাকায় পাঠিয়েছিলাম। মেডিকেল ক্যাম্পে যাওয়ার সময় বহিরাগত কিছু লোক দেশীয় অস্ত্র ও লাঠি নিয়ে আমাদের সঙ্গে মিশে পড়ে এবং অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি করে। আমরা তাদের কাউকে চিনি না। এ বিষয়ে থানায় অভিযোগ জানিয়েছি এবং দোষীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছি। তবে বিনা কারণে আমাদের দুই নেতাকে আটক করা হয়েছে।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম বলেন, “দেশীয় অস্ত্রসহ মিছিল করায় একটি অ্যাম্বুলেন্সসহ দুজনকে আটক করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে, তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।