গাজীপুরের টঙ্গীতে মহাসড়ক পার হতে গিয়ে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয়ে (৩০) এক নারী নিহত হয়েছেন।
বুধবার (১৯ নভেম্বর) বেলা ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হোসনে মার্কেট এলাকায় ঢাকা ইম্পেরিয়াল হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, বেলা ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় শেরপুরগামী ‘সাদুরা’ পরিবহনের একটি যাত্রীবাহী বাসচাপায় ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়।
তবে দুর্ঘটনার পর বাসটি দ্রুত এলাকা ত্যাগ করে। খবর পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহত নারীর পরিচয় শনাক্তে কাজ শুরু করেছে পুলিশ। পাশাপাশি দুর্ঘটনায় জড়িত পলাতক বাসটিকেও শনাক্তের চেষ্টা চলছে।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহেদুজ্জামান বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। প্রয়োজনীয় তথ্য সংগ্রহের কাজ চলছে। পরিচয় শনাক্তের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান ওসি।

NEWS21 staff Musabbir khan 




















