মিরপুরের রূপনগরে গার্মেন্টস ও কেমিকাল গোডাউনের আগুনের ঘটনায় ফায়ার সার্ভিস থেকে ৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে শিয়ালবাড়ি এলাকায় একটি পোশাক কারখানা ও এর পাশে কসমিক ফার্মা নামের আরেকটি কেমিক্যাল গোডাউনে আগুন লাগে।
কমিটিতে রয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (অপারেশন ও মেইনটেনেন্স) লে কর্ণেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের রাসায়নিক প্রকৌশল বিভাগের অধ্যাপক ড মো ইয়াছির আরাফাত খান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ঢাকা জোন- ০২ এর উপসহকারী পরিচালক অতীশ চাকমাসহ ফায়ার সার্ভিসের আরও চার কর্মকর্তা।
রূপনগরের ওই পোশাক কারখানার আগুন মঙ্গলবারেই নিয়ন্ত্রণে এলেও কেমিক্যাল গোডাউনের আগুন নিয়ন্ত্রণে আসে ২৬ ঘন্টা ৪০ মিনিট পর। এ ঘটনায় পোশাক কারখানা থেকে ১৬টি মরদেহ উদ্ধার করা হয়।