প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় বিশেষ অভিযান পরিচালনা করেছে ফরিদপুরের সদরপুর উপজেলা প্রশাসন। নিষিদ্ধ সময়ে মা ইলিশ শিকার ও কারেন্ট জাল ব্যবহারের বিরুদ্ধে সোমবার (১৩ অক্টোবর) দিবাগত রাতে পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে এ অভিযান চালানো হয়।
অভিযানে নিষেধাজ্ঞা উপেক্ষা করে মা-ইলিশ ধরার অপরাধে ৭ জেলেকে আটক করা হয়। এ সময় ৫ হাজার মিটার কারেন্ট জাল ও ৩ কেজি ইলিশ জব্দ করা হয়। পরে আটককৃত জেলেদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানার নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ রায় দেন। জব্দকৃত মাছ স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয় এবং কারেন্ট জাল নদীর পাড়ে আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়।
উল্লেখ্য, ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে গত ৪ অক্টোবর থেকে আগামী ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিনের জন্য নদী ও সমুদ্রে মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার।
এ বিষয়ে সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা বলেন, “প্রাকৃতিক সম্পদ রক্ষা ও জনস্বার্থে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”