সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ১২৯টি দুর্গা মন্দিরে আর্থিক সহায়তা করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের উপদেষ্টা, গাইবান্ধা জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি ও সদ্য বিদায়ী উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোস্তফা মহসিন সরদারের প্রতিনিধি দল।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত ৮টা থেকে শুরু করে উপজেলার ১৫টি ইউনিয়নের প্রতিটি দুর্গা মন্দির পরিদর্শন করে আর্থিক সহযোগিতা ও পুরোহিতদের ধুতি প্রদান করেন তিনি।
পরিদর্শনকালে প্রতিনিধি দল পূজা কমিটির নেতাদের হাতে নগদ অর্থ ও পুরোহিতদের ধুতি
তুলে দেন। তারা স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে দিকনির্দেশনা প্রদান করেন। পাশাপাশি দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঠিকভাবে দায়িত্ব পালনে অনুরোধ জানান।
দুর্গামন্দির পরিদর্শনকালে উপস্থিত ছিলেন-
জাতীয় পার্টির ধোপাডাঙ্গা ইউনিয়ন শাখার সভাপতি ও সাবেক চেয়ারম্যান এটিএম মাহবুব আলম শাহীন, প্রবীণ জাপানেতা শফিকুল ইসলাম বাদশা সরকার, উপজেলা জাতীয় যুব সংহতির সাবেক আহ্বায়ক মোঃ গোলাম রব্বানী রুবেল, ইঞ্জিনিয়ার মোস্তফা মহসিন সরদারের প্রেস সচিব মোঃ হাসানুজ্জামান হাসান, উপজেলা জাতীয় ছাত্র সমাজ সাবেক আহ্বায়ক নুরে আজম শাহিন, কঞ্চিবাড়ী ইউনিয়ন যুব সংহতির সভাপতি মোঃ রানা মিয়া, যুব সংহতির তারাপুর ইউনিয়ন সাধারণ সম্পাদক রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আজিজুর রহমান, উপজেলা কৃষক পার্টির সাবেক সভাপতি মোস্তফা মাস্টার, কৃষক পার্টির উপজেলা শাখার সাবেক সদস্য সচিব আমানুল্লাহ আমানসহ জাতীয় পার্টির সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।