কুষ্টিয়া বিজিবির ধারাবাহিক যৌথ অভিযান পরিচালনা করে ১৮ জন জুয়ারীসহ নগদ ৪০,৯,৬৫৭ টাকা, ৪টি মোটরসাইকেল, মাদক ও চোরাচালান বিরোধী অভিযানে ৪ কেজি গাঁজা, ১,৪৪০ প্যাকেট পাতার বিড়ি আটক করেছে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)।
কুষ্টিয়া ব্যাটালিয়ন ৪৭ বিজিবিরঅধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মোর্শেদ রহমান আজ দুপুরে এক লিখিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন। তিনি লিখিত প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ ২৮ সেপ্টেম্ব আনুমানিক দুপুর ১২ টায় যৌথ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে নেতৃত্ব প্রদান করেন ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা, জ বিজিবির সহকারী পরিচালক জাকিরুল ইসলাম।
উক্ত অভিযানে বিজিবি এবং পুলিশ সদস্যদের সহযোগিতায় ভেড়ামারা দক্ষিন রেল গেইট একটি পরিত্যক্ত বাড়িতে জুয়ার আসর হতে ১৮ জন জুয়ারীসহ নগদ ৪,০৯,৬৫৭ টাকা সহ ৪টি মোটরসাইকেল আটক করতে সক্ষম হয়। যার আনুমানিক সিজার মূল্য ১১,৩৯,৬৫৭/- (এগারো লক্ষ ঊনচল্লিশ হাজার ছয়শত সাতান্ন) টাকা। পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা, ভেড়ামারা, কুষ্টিয়া কর্তৃক ভ্রাম্যমান আদালত এর মাধ্যমে ১৪ জন কে ১ মাস করে সশ্রম কারাদণ্ড ও ৪ জনকে চার মাস করে সশ্রম কারা দণ্ড দণ্ডিত করা হয়েছে।
আটকৃত জুয়ারীদের নাম ও ঠিকানা নিম্নরুপঃ
ক। মোহাম্মদ মিজানুর রহমান (৫২), পিতা-মোঃ সিরাজুল ইসলাম, গ্রাম- পীরচাঁদগ্রাম, ভেড়ামারা, জেলা-কুষ্টিয়া।
খ। মোঃ রাহুল (৩০), পিতা-মোঃ আমজাদ হোসেন, গ্রাম-জয়ডোগা, থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়া।
গ। মোহাম্মদ আসাদুজ্জামান(৪৫), পিতা-মৃত ছৈয়বার আলী, গ্রাম কল্যানপুর, থানা-দৌলতপুর, জেলা ক-ষ্টিয়া।
ঘ। মোহাম্মদ বিপুল(৩৮), পিতা-মীর এনামুল হক, গ্রাম-চন্ডিপুর, থানা-ভেড়ামারা, জেলা-কুষ্টিয়া।
ঙ। মোহাম্মদ জীবন(৩১), পিতা-মৃত তৈজউদ্দিন, গ্রাম জয়ডোগা ,থানা দৌলতপুর, জেলা-কুষ্টিয়া।
চ। মোহাম্মদ শাহেদ হাসান(৩১), পিতা মোঃ শাবান আলী, গ্রাম-নওদাপাড়া, থানা-ভেড়ামারা, জেলা-কুষ্টিয়া।
ছ। মোহাম্মদ ছোটন(২১), পিতা-মৃত রাফিজ উদ্দিন, গ্রাম-কল্যানপুর, থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়া।
জ। মোহাম্মদ টিপু সুলতান(২৮), পিতা-আবু বক্কর, গ্রাম-আল্লাহর দরগা, থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়া।
ঝ। মোহাম্মদ জুয়েল রানা(৩৩), পিতা-মৃত শওকত, গ্রাম-ডিঙ্গাদহ বাজার, থানা-চুয়াডাঙ্গা, জেলা-চুয়াডাঙ্গা।
ঞ। মোঃ আলী হিম (৩৮), পিতা-খাইবার মন্ডল, গ্রাম-ডিংগাদহ বাজার , থানা-চুয়াডাঙ্গা জেলা-চুয়াডাঙ্গা।
ট। মোহাম্মদ আশরাফুল ইসলাম(৩৫), পিতা-শহিদুল ইসলাম, গ্রাম-কল্যানপুর, থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়া।
ঠ। মোহাম্মদ রাজা (৫২), পিতা-মৃত হাফিজ উদ্দিন, গ্রাম-সাতবাড়িয়া, থানা-ভেড়ামারা, জেলা-কুষ্টিয়া।
ড। মোহাম্মদ বাস্তু (৫০), পিতা-মৃত সলিমুদ্দিন, গ্রাম-খাদিমপুর, থানা-মিরপুর, জেলা-কুষ্টিয়া।
ঢ। মোহাম্মদ হাসান বিশ্বাস(৫০), পিতা-আজিজুল হক বিশ্বাস, গ্রাম-নওদা খাদিমপুর, থানা-মিরপুর, জেলা- কুষ্টিয়া।
ণ। মোঃ বাবু হোসেন(৩৮), পিতা-মোহাম্মদ গুলজার হোসেন, গ্রাম-আছারীপাড়া, থানা-ভেড়ামারা, জেলা-কুষ্টিয়া।
ত। মোঃ জিল্লুর রহমান(৪২), পিতা-ছোবাহান আলী, গ্রাম-নলখোলা, থানা-শৈলকূপা, জেলা-ঝিনাইদহ।
থ। মোঃ রনি (৩৫), পিতা-ইমরান শেখ, গ্রাম-শৈল কুপ, থানা-শৈলকূপ, জেলা-ঝিনাইদহ।
দ। মোঃ নান্টু (৩৫), পিতা-সজল হক, গ্রাম-কল্যানপুর, থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়া।
উক্ত এলাকার জনসাধারণের নিকট হতে জানা যায়, এলাকায় প্রায় ০৬ (ছয়) মাস যাবত জুয়া এবং মাদকদ্রব্য সেবন এর মতো কার্যকলাপ পরিচালিত হতো। মাদক সেবনের কারণে এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে এবং জনগণের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়। অন্যদিকে, জুয়ারীদের কারণে বহু পরিবার আর্থিকভাবে চরম ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও, এই ধরনের কার্যকলাপ সামগ্রিকভাবে এলাকার সামাজিক ও নৈতিক অবক্ষয়কে ত্বরান্বিত করছে।
আইন-শৃঙ্খলা পরিস্থিতির এই চরম অবনতির মুখে, সম্প্রতি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) একটি সফল অভিযান পরিচালনা করে। বিজিবি-এর এই অভিযানের পর এলাকায় স্বস্তি ফিরে এসেছে এবং সাধারণ জনগণের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। দীর্ঘদিন ধরে নিরাপত্তাহীনতা ও দুশ্চিন্তায় থাকা এলাকার জনগণ গভীর স্বস্তি প্রকাশ করেছে। আইনবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে বিজিবি-এর এই সাহসী ও কঠোর অবস্থানকে সাধারণ মানুষ আন্তরিকভাবে স্বাগত জানিয়েছে।
সেই সাথে তিনি আরো উল্লেখ করেন গত ২৫ সেপ্টেম্বর ঠোটারপাড়া বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৫৩/৫-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভাংগাপাড়া মাঠ নামক স্থান হতে নম্বর-৫৭১১৬ হাবিলদার মোঃ কাইয়ুম মোল্লা এর নেতৃত্বে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় ১০ বোতল মদ আটক করতে সক্ষম হয়। যার আনুমানিক সিজার মূল্য- ১৫,০০০/- (পনেরো হাজার) টাকা। ও গত ২৬ সেপ্টেম্বর আশ্রায়ন বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৫৩/১০-এস হতে আনুমানিক ২০০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভাগজো ঘাট নামক স্থানে নং-৬৮৩০০ হাবিলদার মোঃ আব্দুর রশিদ এর নেতৃত্বে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় ভারতীয় ১৮ বোতল ডাবর আমলা হেয়ার ওয়েল, ১০ পিস মুভ, ১০ পিস রিং গার্ড এবং ২০ পিস বেটনোভেট আটক করতে সক্ষম হয়। যার আনুমানিক সিজার মুল্য ১৩,৩০০/- (তেরো হাজার তিনশত) টাকা।
আটককৃত মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামালের সর্বমোট সিজার মূল্য-১২,৩২,৮৫৭/- (বারো লক্ষ বত্রিশ হাজার আটশত সাতান্ন) টাকা।
আটককৃত জুয়ারীদের মোটর সাইকেলসহ ভেড়ামারা থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়েছে এবং উদ্ধারকৃত নগদ টাকা কুষ্টিয়া ট্রেজারীতে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে এবং মালিকবিহীন অবস্থায় আটককৃত মাদকদ্রব্য ধ্বংসের নিমিত্তে ব্যাটালিয়ন ষ্টোরে, চোরাচালানী পন্য কাস্টমে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এবং মাদক পাচারসহ সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে। যৌথ অভিযান পরিচালনা করে অবৈধ কার্যকলাপ প্রতিরোধে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) ভবিষ্যতেও উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ে নিয়মিত অভিযান পরিচালনা করবে। ভবিষ্যতেও এ ধরনের অপরাধ নির্মূলে বিজিবি’র কঠোর ও কার্যকর অভিযান অব্যাহত থাকবে।