দেশের চলমান সংকট নিরসনে গণমাধ্যমের ভূমিকা তুলে ধরতে লালমনিরহাটে স্থানীয় সাংবাদিকদের নিয়ে গোলটেবিল বৈঠক করেছে হেযবুত তওহীদ জেলা কমিটি।
শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় সদর উপজেলার হাঁড়িভাঙ্গা এলাকার মাটির মায়া মিলনায়তনে ‘তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে গণমাধ্যম কর্মীদের ভূমিকা’ শীর্ষক এ বৈঠকের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের রংপুর বিভাগীয় সভাপতি আব্দুল কুদ্দুস শামীম। তিনি বলেন, একটি শান্তিময় ও অসাম্প্রদায়িক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং গঠনমূলক আলোচনার মাধ্যমে গণমাধ্যমকর্মীরাই পারেন সমাজ ও রাষ্ট্রকে সঠিক পথে পরিচালিত করতে। তিনি আরও বলেন, মানবজাতির জন্য আল্লাহর দেওয়া জীবনব্যবস্থাই একমাত্র পূর্ণাঙ্গ সমাধান, যার মূল ভিত্তি তওহীদ বা আল্লাহর সার্বভৌমত্ব। এই ব্যবস্থায় গণমাধ্যম হবে স্বাধীন এবং সমাজের দর্পণস্বরূপ।
আব্দুল কুদ্দুস শামীম তার বক্তব্যে আরও বলেন, এই রাষ্ট্রব্যবস্থায় ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার, ন্যায়বিচার, বাকস্বাধীনতা ও জানমালের নিরাপত্তা নিশ্চিত হবে। এখানে ধর্মব্যবসা, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও সাম্প্রদায়িকতার কোনো স্থান থাকবে না, বরং নারীর প্রকৃত মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠা পাবে। ইসলাম মিথ্যা, গুজব, অশ্লীলতা, একপেশে সংবাদ ও চরিত্র হননকে কঠোরভাবে নিষেধ করেছে বলেও তিনি উল্লেখ করেন।
সভায় সভাপতিত্ব করেন লালমনিরহাট জেলা সভাপতি একরামুল হক। এতে আরও বক্তব্য দেন জেলা সাধারণ সম্পাদক লুৎফর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ, নারী নেত্রী উম্মে হানি ইসলাম ও আকলিমা বেগম।
স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা বৈঠকে উপস্থিত ছিলেন।