ডাকসু নির্বাচনকে ঘিরে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোজাফ্ফর হোসেনের ব্যক্তিগত ফেসবুক আইডি হ্যাক করে রাজনৈতিক পোস্ট দেয়া হয়েছে। এ ঘটনায় তিনি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ওসি নিজেই থানায় এ জিডি করেন।
জিডিতে উল্লেখ করা হয়, কে বা কারা উদ্দেশ্যমূলকভাবে তার ফেসবুক আইডি হ্যাক করে বেগুনি রঙের ব্যাকগ্রাউন্ডে “শুভ কামনা রইল ২১, ১৭, ০৮” লেখা একটি রাজনৈতিক পোস্ট প্রকাশ করেছে। বিষয়টি বিভিন্ন মাধ্যমে স্ক্রিনশট আকারে তিনি পেয়েছেন। তবে পরবর্তীতে নিজের আইডিতে প্রবেশ করলে ওই পোস্ট দেখতে পাননি।
ওসি মোজাফফর হোসেন বলেন, “আমাকে হেয় করার উদ্দেশ্যে এই পোস্টটি দেয়া হয়েছে। আমি তাৎক্ষণিক বিষয়টি পুলিশ সুপার এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) কে অবগত করেছি। এছাড়া, আমার সরকারি আইডি ঝধফধৎ ঞযধহধ ইৎধযসধহনধৎরধ থেকে হ্যাকিংয়ের বিষয়টি জানিয়েছি।”
তিনি আরো বলেন, “এই ধরনের বিভ্রান্তিকর পোস্টে কেউ বিভ্রান্ত না হয়ে সতর্ক থাকবেন।”