বিদেশী অস্ত্র, ফেন্সিডিল ও গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)।
কুষ্টিয়া ব্যাটালিয়ন ৪৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মোর্শেদ রহমান পিএসসি এক লিখিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন তিনি আরো উল্লেখ করেন। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১৩ জুলাই সকাল ১০ টার সময় ঠোটারপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে সহকারী পরিচালক মোঃ জাকিরুল ইসলাম এর নেতৃত্বে বিজিবি সদস্যরা কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন মোহাম্মদপুর মাঠ এলাকা থেকে মোঃ আব্দুস সালাম (৪৮), পিতা: মৃত মোওলা বক্স, গ্রাম: মোহাম্মদপুর, ডাকঘর: ইনসাফ নগর, জেলা: কুষ্টিয়াকে বিদেশী পিস্তল-০১টি, ম্যাগাজিন-০১টি, গুলি-০১ রাউন্ড, ভারতীয় ফেন্সিডিল ১০০ বোতল, গাাঁজা ৫.৭ কেজি এবং ০২টি মোবাইলসহ আটক করতে সক্ষম হয়। জব্দকৃত মালামালের মোট আনুমানিক মূল্য- ১,৮৩,৩৫০/- (এক লক্ষ তিরাশি হাজার তিনশত পঞ্চাশ) টাকা।
আটককৃত আসামিকে উদ্ধারকৃত আলামতসহ দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে।