ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর চলমান বর্বরোচিত হামলার প্রতিবাদে বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নিয়ামতপুর উপজেলা ছাত্রদল এক মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে।
আজ, ৮ই এপ্রিল ২০২৫, সকাল ১১:০০টায় নিয়ামতপুর সরকারি কলেজ প্রাঙ্গণে মুখে কালো কাপড় বেঁধে এক প্রতীকী মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে একটি প্রতিবাদী বিক্ষোভ মিছিল নিয়ামতপুর বাজারে করা হয়।
এ সময় ছাত্রদলের নেতারা জানিয়ে দেন, ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলায় গাজার হাজার হাজার নিরীহ শিশু, নারী ও সাধারণ মানুষ প্রাণ হারিয়েছে। এই মানবিক বিপর্যয়ের ঘটনায় ছাত্রসমাজ প্রতিবাদ জানাতে একত্রিত হয়েছে এবং মানবতার পক্ষে কণ্ঠস্বর তুলছে।
নিয়ামতপুর উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, তারা কেন্দ্রীয় ছাত্রদলের নির্দেশনা অনুযায়ী এই কর্মসূচি পালন করছেন এবং তাদের আশাবাদ, এর মাধ্যমে এলাকাবাসী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ইসরায়েলি হামলার প্রতিবাদে একাত্মতা প্রকাশ করবেন।
এ সময় নিয়ামতপুর ছাত্রদলের আহ্বায়ক সুলতান মাহমুদ বলেন, “আমরা মুসলিম জাতি, আমাদের উচিত প্রত্যেকটি দেশ থেকে ইসরায়েলকে সম্পূর্ণভাবে বর্জন করা। সকল মুসলিম দেশ একত্রিত হয়ে মানবতার পক্ষে আওয়াজ তুলতে হবে।”
নিয়ামতপুর যুব কমিটির আহ্বায়ক বিদ্যুৎ চন্দ্র মাহাতো তার বক্তব্যে বলেন, “আমি একজন হিন্দু হলেও মুসলিম উম্মাহর পাশে দাঁড়িয়ে প্রতিবাদ জানাতে এই মিছিলে অংশ নিয়েছি। আমি সকল মুসলিম দেশবাসীকে আহ্বান জানাই, যেন এমন অত্যাচারের শিকার হতে না হয়। আমাদের সকলকে প্রস্তুত থাকতে হবে, যাতে আমরা নিজেদের ধর্ম এবং মানবাধিকারের সুরক্ষা নিশ্চিত করতে পারি।”
এ ছাড়া এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মিহাদুল ইসলাম, রায়হান কবীর, নাফিজুল ইসলাম (সদস্য সচিব) এবং নিয়ামতপুর সরকারি কলেজের ছাত্র-ছাত্রীরা।
এই প্রতিবাদী কর্মসূচির মাধ্যমে নিয়ামতপুরের ছাত্রদল ও স্থানীয় জনগণ আন্তর্জাতিক স্তরে চলমান ইসরায়েলি হামলার বিরুদ্ধে তাদের দৃঢ় অবস্থান তুলে ধরার চেষ্টা করেছে। তারা আশা করছেন, এই কর্মসূচি সচেতন নাগরিকদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করবে এবং মানবতার পক্ষে জোরালো আন্দোলন গড়ে উঠবে।