সাভারের রাজফুলবাড়িয়া এলাকায় দীর্ঘদিনের জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। জলাবদ্ধতা নিরসনের দাবিতে বুধবার সকালে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শত শত মানুষ। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। দুই ঘণ্টা মহাসড়ক অবরোধ রাখায় প্রায় পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।
এলাকাবাসী জানান, বৃষ্টি হলেই সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়ার শোভাপুর এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। দীর্ঘদিন ধরে এ সমস্যা চলছে। প্রশাসনের পক্ষ থেকে জলাবদ্ধতা নিরসনে কোনো উদ্যোগ নিতে দেখা যায়নি। এ জন্য জলাবদ্ধতা নিরসনের দাবিতে এলাকাবাসী ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে গিয়ে গ্রামবাসীর সঙ্গে আলোচনা শুরু করে। দুই ঘণ্টা পর গ্রামবাসী আশ্বস্ত হলে দুপুর পৌনে ১২টার দিকে মহাসড়ক থেকে সরে যান।
অবরোধকারীদের একজন ইকরামুল হক বলেন, মঙ্গলবার রাতে প্রচুর বৃষ্টি হওয়ায় রাজ ফুলবাড়িয়া এলাকার বিভিন্ন রাস্তাঘাট ও বাসাবাড়ি তলিয়ে গেছে। এ ছাড়া বছরজুড়েই এলাকায় জলাবদ্ধতা লেগে থাকে। এই দুর্ভোগ থেকে মুক্তি পেতে প্রশাসনের কাছে আবেদন জানানো হয়। কিন্তু জনপ্রতিনিধি কিংবা রাজনৈতিক নেতারা এবং প্রশাসনের পক্ষ থেকে সমাধানের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তাই আমরা বাধ্য হয়ে মহাসড়কে অবস্থান নিয়েছি।
সাভার হাইওয়ে থানার ওসি সালেহ আহমেদ বলেন, ঘটনাস্থলে আমাদের টিম রয়েছে। স্থানীয়রা জলাবদ্ধতা নিরসনের দাবিতে দুই ঘণ্টার বেশি সময় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের বুঝিয়ে সরিয়ে দিলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।