ঢাকা ১২:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

আড়াইহাজারে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০৭:১২ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
  • ৪৪ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে দুই শিশু মারা গেছে। রোববার দুপুরে উপজেলার হাইজাদী ইউনিয়নের সাইজাদী এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলো, সাইজাদী গ্রামের আবুল হোসেনের ছেলে আনিছুর রহমান আনিছ (৭) ও একই এলাকার জাহাঙ্গীর হোসেনের ছেলে জাহিদুর রহমান জাহেদ (৫)।

পরিবারের বরাত দিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আশরাফুল আমিন জানান, রোববার সকালে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায় আনিছ ও জাহাঙ্গীর। সাঁতার না জানায় পুকুরের অল্প পানিতে নেমে গোসল করছিল দুইজন। একপর্যায়ে পুকুরের গভীর পানিতে চলে গেলে ডুবে যায় তারা।

তিনি আরও জানান, পরিবারের লোকজন ভেবেছিল পাশের বাড়িতে তারা খেলা করছে। দুপুর ১২টার দিকে তাদের মরদেহ পানিতে ভেসে ওঠে। স্থানীয়রা দেখতে পেয়ে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, হাসপাতালে আনার আগেই দুই শিশু মারা যায়। অতিরিক্ত পানি পেটে প্রবেশ করায় এমনটি হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

আড়াইহাজারে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

আপডেট সময় : ০৪:০৭:১২ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে দুই শিশু মারা গেছে। রোববার দুপুরে উপজেলার হাইজাদী ইউনিয়নের সাইজাদী এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলো, সাইজাদী গ্রামের আবুল হোসেনের ছেলে আনিছুর রহমান আনিছ (৭) ও একই এলাকার জাহাঙ্গীর হোসেনের ছেলে জাহিদুর রহমান জাহেদ (৫)।

পরিবারের বরাত দিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আশরাফুল আমিন জানান, রোববার সকালে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায় আনিছ ও জাহাঙ্গীর। সাঁতার না জানায় পুকুরের অল্প পানিতে নেমে গোসল করছিল দুইজন। একপর্যায়ে পুকুরের গভীর পানিতে চলে গেলে ডুবে যায় তারা।

তিনি আরও জানান, পরিবারের লোকজন ভেবেছিল পাশের বাড়িতে তারা খেলা করছে। দুপুর ১২টার দিকে তাদের মরদেহ পানিতে ভেসে ওঠে। স্থানীয়রা দেখতে পেয়ে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, হাসপাতালে আনার আগেই দুই শিশু মারা যায়। অতিরিক্ত পানি পেটে প্রবেশ করায় এমনটি হয়েছে।