সোমবার, ০৫ জুন ২০২৩, ০৪:০০ অপরাহ্ন

সনদ বাণিজ্যে কোটিপতি স্কুলশিক্ষকের স্ত্রীর নামে দুদকের মামলা

ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২

সনদ বাণিজ্য করে কোটিপতি হওয়ার অভিযোগে গত ২৫ আগস্ট রাজশাহীতে কামরুজ্জামান মুকুল নামে সাবেক এক স্কুলশিক্ষকের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এবার ৭৯ লাখ ৫৭ হাজার টাকা অবৈধ সম্পদ অর্জনের দায়ে তার স্ত্রী মারুফা খানমের (৪৮) বিরুদ্ধে মামলা করেছে দুদকের সমন্বিত রাজশাহী জেলা কার্যালয়।

সোমবার (৫ সেপ্টেম্বর) দুদকের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমির হোসাইন বাদী হয়ে মামলাটি করেন।

সোমবার (৫ সেপ্টেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন মামলার বাদী আমির হোসাইন। তিনি বলেন, মারুফা খানম তার দাখিল করা সম্পদ বিবরণীতে উল্লেখ করেছেন- তার নামে ১ কোটি ৬৪ লাখ ৬২৫ টাকা মূল্যের স্থাবর ও ৭ লাখ ৫৪ হাজার টাকা মূল্যের অস্থাবর সম্পদ রয়েছে। যার মধ্যে ১৯ লাখ ৫ হাজার ৫৬৪ টাকা ঋণ রয়েছে। কিন্তু মারুফা খানমের সম্পদ বিবরণী যাচাই করে দুদক পায়, তার নামে ১ কোটি ৬৪ হাজার ৬২৫ টাকার স্থাবর ও ৪ লাখ ৩০ হাজার ৫৩৮ টাকার অস্থাবর সম্পদ রয়েছে। এতে ঋণ বাদে তার স্থাবর-অস্থাবর সম্পদের মূল্য দাঁড়ায় ৮৭ লাখ ৪৫ হাজার ৩২২ টাকা। অথচ তার বৈধ আয় পাওয়া যায় মোট ৯ লাখ ৪৫ হাজার ৭৫৪ টাকা।

মামলার বাদী আরও বলেন, বিবরণী মতে- মারুফা খানমের পারিবারিক ব্যয় ১ লাখ ৫৭ হাজার ৬২৫ টাকা। তার পারিবারিক ব্যয়সহ অর্জিত সম্পদে ব্যয়ের পরিমাণ ৮৯ লাখ ২ হাজার ৯৪৭ টাকা। ফলে তিনি অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৭৯ লাখ ৫৭ হাজার ১৯৩ টাকা মূল্যের সম্পদের মালিকানা অর্জন করেছেন। যা দুর্নীতি দমন কমিশন আইন-২০০৪ এর ২৭ (১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ। এ কারণে দুদক বাদী হয়ে মারুফা খানমের বিরুদ্ধে মামলা করে।

মারুফা খানমের স্বামী আবুল হাসনাত মো. কামরুজ্জামান মুকুল রাজশাহীর চারঘাট উপজেলার জোতকার্তিক বিএন উচ্চবিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক। গত ৪ জানুয়ারি তার দাখিল করা সম্পদ বিবরণীতে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ১ কোটি ৮৪ লাখ ৫৩ হাজার ৯৮৪ টাকার সম্পদের মালিকানা অর্জনের তথ্য পায় দুদক।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর