মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ০৯:১০ পূর্বাহ্ন

প্রকাশ পেলো ‘অপারেশন সুন্দরবন’র প্রথম গান

ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২

আগামী ২৩ সেপ্টেম্বর মুক্তি পেতে যাচ্ছে দেশের প্রথম ওয়াইল্ড লাইফ অ্যাকশন থ্রিলার ছবি ‘অপারেশন সুন্দরবন’। সুন্দরবনকে দস্যুমুক্ত করতে সেখানে র‌্যাবের দুঃসাহসিক অভিযান নিয়ে নির্মিত হয়েছে ছবিটি। ‘র‌্যাব ওয়েলফেয়ার কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড’ প্রযোজিত এ সিনেমাটি পরিচালনা করেছেন দীপংকর দীপন।

এরই মধ্যে প্রকাশিত হয়েছে সিনেমাটির টিজার ও ট্রেলার। সিনেমাটির মুক্তি সামনে রেখে প্রচার শুরু করেছে ‘অপারেশন সুন্দরবন’ টিম। এর অংশ হিসেবে গত শনিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় প্রকাশ করা হয়েছে ছবিটির প্রথম গান ‘এ মন ভিজে যায়’।

বাপ্পা মজুমদারের কণ্ঠে এই রোমান্টিক গানটির সঙ্গীত পরিচালনা করেছেন অম্লান চক্রবর্তী, গীতিকার গোধূলি শর্মা। সঙ্গীতায়োজনে ছিলেন বব এস এন ও ইমন চৌধুরী। মিক্স মাস্টারিংও করেছেন ইমন চৌধুরী।

তারকাবহুল এ সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, নুসরাত ফারিয়া, জিয়াউল রোশান, রিয়াজ আহমেদ, দর্শনা বণিক, মনোজ প্রামাণিক, সামিনা বাশার ও তাসকিন রহমানসহ র‌্যাবের বেশ কয়েকজন সদস্য।

গানটি দেখা যাবে অপারেশন সুন্দরবন চলচ্চিত্র ও অপারেশন সুন্দরবন র‌্যাবের ফেসবুক পেজে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর