মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ০৮:০৭ পূর্বাহ্ন

সাকিবকে দলের আইকন ও অধিনায়ক ঘোষণা করলো বাংলা টাইগার্স

ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২

বাংলাদেশ ক্রিকেটের পোস্টারবয় সাকিব আল হাসানকে দলের আইকন প্লেয়ার এবং অধিনায়ক ঘোষণা করলো বাংলা টাইগার্স। আবুধাবি টি-টেন লিগের বাংলাদেশি মালিকানাধীন দলটি আজ (বৃহস্পতিবার) এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে এই তথ্য।

আগামী নভেম্বরে এই টুর্নামেন্ট মাঠে গড়ানোর কথা। সাকিব প্রথমবারের মতো খেলতে যাচ্ছেন টি-টেন লিগে। তাই তিনিও ভীষণ উচ্ছ্বসিত।

সাকিব বলেন, ‘ক্রিকেটের সর্বশেষ ফরম্যাটে এটাই আমার প্রথম মৌসুম হতে যাচ্ছে। বাংলা টাইগার্সে যোগ দিতে পেরে আমি উচ্ছ্বসিত। আমি নতুন চ্যালেঞ্জ নিতে পছন্দ করি এবং এই টুর্নামেন্ট আমার জন্য নতুন চ্যালেঞ্জ হবে। আশা করছি সেই চ্যালেঞ্জে সফল হবো এবং বাংলা টাইগার্সের জন্য ইতিহাস গড়তে পারব।’

সাকিবের মতো বিশ্বসেরা অলরাউন্ডারকে দলে নিতে পেরে উচ্ছ্বসিত বাংলা টাইগার্স ফ্র্যাঞ্চাইজিও। ফ্র্যাঞ্চাইজি মালিক মোহাম্মদ ইয়াসিন চৌধুরী বলেন, ‘সাকিবকে আমাদের আইকন প্লেয়ার হিসেবে পেয়ে আমরা রোমাঞ্চিত। তিনি জন্মগতভাবেই নেতা। আশা করি, বাংলাদেশ জাতীয় দল এবং বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে তিনি যা করে দেখিয়েছেন, এখানেও তা করতে পারবেন।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর