বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩, ০৬:৩৫ পূর্বাহ্ন

ঋণের টাকা আত্মসাৎ: উত্তরা ব্যাংকের কর্মকর্তাসহ ৫ জনের নামে মামলা

ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২

ভুয়া কাগজপত্র সৃজন করে উত্তরা ব্যাংকের ঢাকার ফকিরাপুল শাখা থেকে ৯০ কোটি টাকা ঋণ উঠিয়ে নেওয়ার অভিযোগে ব্যাংকটির তিন কর্মকর্তাসহ পাঁচ জনের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) । বৃহস্পতিবার (২৫ আগস্ট) সংস্থাটির প্রধান কার্যালয়ের উপ-পরিচালক মো. হাফিজুল ইসলাম বাদী হয়ে এ মামলা করেন।

দুদকের জনসংযোগ দপ্তর বিষয়টি  নিশ্চিত করেন। মামলার আসামিরা হলেন-ব্যাংকটির সিনিয়র প্রিন্সিপাল অফিসার খন্দকার মো. আব্দুল আলীম, শহীদ হাসান সিদ্দিকী ও মো. মিজানুল হক।

এছাড়া গ্রাহক শেখ হুমায়ন কবির (শাওন) ও ক্রিসেন্ট সার্ভে অ্যান্ড ইন্সপেকশনের সার্ভেয়ার মো. বেলায়েত হোসেনকেও এ মামলার আসামি করা হয়।

মামলার এজাহারে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজসে জাল-জালিয়াতি, প্রতারণা, অপরাধমূলক অসদাচরণ ও অপরাধমূলক বিশ্বাস ভঙের মাধ্যমে উত্তরা ব্যাংকের ফকিরাপুল শাখা থেকে ভুয়া কাগজপত্র দেখিয়ে ৯০ কোটি টাকা ঋণ উঠিয়ে নেন। এ অপরাধে তাদের বিরুদ্ধে মামলা করা হয়।

এজাহারে আরও বলা হয়, তদন্তকালে নতুন কোনো তথ্য বা অন্য কোনো ব্যক্তির সংশ্লিষ্টতা পাওয়া গেলে তা সন্নিবেশিত করা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর