ডাকাত দল সর্দার রনি নিজেকে কাঁচপুর এলাকায় ‘বন্ধু ড্যান্স একাডেমি’ নামে একটি ড্যান্স গ্রুপের গ্র্যান্ড মাস্টার হিসেবে পরিচয় দিতেন। এই সুবাধে বিভিন্ন সময়ে বিয়ে, জন্মদিন ও অন্যান্য সামাজিক অনুষ্ঠান উপলক্ষে ড্যান্স কনসার্ট নামে বিভিন্ন প্রবাসী, ধনী ব্যক্তিদের বাড়ি টার্গেট করে ও তাদের সঙ্গে সখ্যতা গড়ে তোলেন। পরে টার্গেট করা বাড়িগুলোতে পরিকল্পনা করে ডাকাতি পরিচালনা করেন।
শুক্রবার দিবাগত রাতে নারায়ণগঞ্জ সোনারগাঁ পূর্বভবনাথপুর এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতি নেয়ার সময় আন্তঃজেলা ডাকাতদলের সর্দার সাখাওয়াত হোসেন ওরফে রনিসহ ছয় ডাকাতকে গ্রেপ্তার করে র্যাব-১১। পরে র্যাব-১১ সদরদপ্তরে এক সংবাদ সম্মেলনে ব্যাটালিয়নের অধিনায়ক (সিও) লে. কর্নেল তানভীর মাহমুদ পাশা এ তথ্য জানান।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- সর্দার সাখাওয়াত হোসেন রনি, সোহেল, শহিদুল ইসলাম, আল আমিন, ইসমাইল ও সুজয় দে। এসময় তাদের কাছ থেকে ম্যাগাজিন ভর্তি একটি বিদেশি পিস্তল, একটি গুলি (তাজা), একটি গুলি (ব্লাংক), একটি ছোরা, একটি রামদা, একটি চাইনিজ কুড়াল ও দুটি তালা ভাঙার শাবল উদ্ধার করা হয় বলে জানিয়েছে র্যাব।
সিও লে. কর্নেল তানভীর মাহমুদ পাশা বলেন, গ্রেপ্তার আসামিরা সংঘবদ্ধ ডাকাত চক্রের সদস্য। তারা দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ, ঢাকা ও গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন জেলার প্রবাসীদের বাড়িতে, বিভিন্ন ব্যবসায়ী ও আর্থিকভাবে স্বচ্ছল পরিবারগুলোকে টার্গেট করে ডাকাতি করে আসছিল তারা।
এছাড়া তারা গভীর রাতে নারায়ণগঞ্জসহ বিভিন্ন এলাকায় বাসা-বাড়িতে অতর্কিতভাবে হাজির হয়ে ধারালো অস্ত্র প্রদর্শন করে বাড়ির লোবকজনকে জিম্মি করে ডাকাতি করত। পরে সিএনজি ও মোটরসাইকেলে করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। দুষ্কৃতিকারী এই ডাকাত দলের সদস্যরা ডাকাতি করতে গিয়ে জনসাধারণকে মারধর, ছুরিকাঘাত ও গাড়ি ভাঙচুরসহ গুরুতর জখম করে থাকে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।
রনির বিরুদ্ধে আড়াইহাজার থানায় ৩টি ও সোনারগাঁও থানায় একটি অস্ত্রসহ ডাকাতি, সোহেলের বিরুদ্ধে আড়াইহাজার থানায় ৩টি, সোনারগাঁও থানায় একটি অস্ত্রসহ ডাকাতি ও একটি মাদক মামলা, শহিদুল ইসলামের বিরুদ্ধে ধামরাই থানায় একটি অস্ত্রসহ ডাকাতি ও ২টি ধর্ষণ এবং বিভিন্ন থানায় ৪টি অস্ত্রসহ ডাকাতি মামলা, সুজয় দের বিরুদ্ধে গোপালগঞ্জ থানায় একটি চুরি ও মকছেদপুর থানায় একটি ধর্ষণসহ হত্যা মামলা রয়েছে। এছাড়াও গ্রেপ্তার রনি ও সোহেল ইতিপূর্বে র্যাব-১১ কর্তৃক গ্রেপ্তার করা হয়।