ঢাকা ০৯:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

গভীর রাতে মশাল মিছিল, দিনের বেলা লাপাত্তা আওয়ামী লীগের দূর্গে পালিত হয়নি হরতাল

আওয়ামী লীগের দূর্গ হিসেবে পরিচিত গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় পালিত হয়নি হরতাল। হরতালের সমর্থনে সোমবার গভীর রাতে মশাল মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন কোটালীপাড়া ছাত্রলীগ। তবে আজ মঙ্গলবার হরতাল চলাকালীন সময় লাপাত্তা এসব নেতাকর্মীরা।

গতকাল সোমবার দিবাগত রাতে উপজেলার নারায়নখানা এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কোটালীপাড়া শাখার সাধারণ সম্পাদক শামীম দারিয়া নেতৃত্বে নেতাকর্মীরা একটি ঝটিকা মশাল মিছিল বের করে।

তবে আজ মঙ্গলবার হরতাল চলাকালীন সময়ে আওয়ামী লীগ ও দলীয় অঙ্গসংগঠনের কোন নেতাকর্মীদের উপজেলার কোথাও হরতালের সমর্থনে মিছিল, মিটিং বা পিকেটিং করতে দেখা যায়নি।

উপজেলার মানুষদের জীবনযাত্রা ছিল স্বাভাবিক। সকাল থেকে অন্যান্য দিনের মত উপজেলার সকল সড়কে যানবাহন চলাচল করতে দেখাগেছে। নিয়মিতভাবেই ঢাকাসহ দুরপাল্লার সকল রুটের বাসগুলো ছেড়ে যেতে দেখাযায়। স্কুল, কলেজসহ সরকারি-বেসরকারি সকল দপ্তরের কার‌্যক্রম স্বাভাবিক নিয়মে পরিচালিত হয়।

জানাগেছে, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দলীয় নেতাকর্মীরা এলাকায় থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য আন্দোলন সংগ্রাম শুরু করেন। এর কিছুদিন পর আইনশৃংঙ্খলা বাহিনী নেতাকর্মীদের ধরপাকড় শুরু করলে তারা আত্মগোপনে চলে যায়।

এরপর থেকে দলীয় নেতাকর্মীদেরকে আর মাঠে পাওয়া যায়নি। গতকাল সোমবার দিবাগত রাতের এই মশাল মিছিটিই ছিল তাদের দলীয় ব্যানারে প্রথম কোন কার্যক্রম। তবে হরতাল সফল করার লক্ষ্যে রাতে মশাল মিছিল করে দিনের বেলায় হরতালের সমর্থনে আওয়ামী লীগের দূর্গ হিসেবে পরিচিত এই উপজেলার সিনিয়র নেতৃবৃন্দ বা কোন কর্মী মাঠে না নামায় বিষয়টি জনসাধারণের মাঝে হাস্যরসে পরিণত হয়েছে।

অন্যদিকে হরতাল সমর্থনে আওয়ামী লীগের দুর্গ কোটালীপাড়ায় সিনিয়র নেতাকর্মীরা মাঠে না নামায় ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ নেতাকর্মীরা।

নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের কোটালীপাড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক শামীম দাড়িয়া বলেন, গতকাল সোমবার রাতে দলীয় নেতাকর্মীরা আজ মঙ্গলবারের হরতালকে সফল করতে মশাল মিছিল করেছি। কিন্তু সিনিয়র নেতৃবৃন্দ মাঠে না থাকা ও প্রশাসনের হয়রানীর কারনে আমরা মঙ্গলবার দিনে মাঠে নাতে পারিনি। আগামীতে এ উপজেলায় আমাদের সকল কর্মসূচী সফলভাবে পালিত হবে। সেক্ষেত্রে সিনিয়র নেতৃবৃন্দ আমাদের পাশে থাকবেন বলে আশা করছি। আমরা আমাদের প্রিয়নেত্রী, সাবেক সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে না ফিরিয়ে এনে ঘরে ফিরবো না।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

গভীর রাতে মশাল মিছিল, দিনের বেলা লাপাত্তা আওয়ামী লীগের দূর্গে পালিত হয়নি হরতাল

আপডেট সময় : ০২:৩৫:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫

আওয়ামী লীগের দূর্গ হিসেবে পরিচিত গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় পালিত হয়নি হরতাল। হরতালের সমর্থনে সোমবার গভীর রাতে মশাল মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন কোটালীপাড়া ছাত্রলীগ। তবে আজ মঙ্গলবার হরতাল চলাকালীন সময় লাপাত্তা এসব নেতাকর্মীরা।

গতকাল সোমবার দিবাগত রাতে উপজেলার নারায়নখানা এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কোটালীপাড়া শাখার সাধারণ সম্পাদক শামীম দারিয়া নেতৃত্বে নেতাকর্মীরা একটি ঝটিকা মশাল মিছিল বের করে।

তবে আজ মঙ্গলবার হরতাল চলাকালীন সময়ে আওয়ামী লীগ ও দলীয় অঙ্গসংগঠনের কোন নেতাকর্মীদের উপজেলার কোথাও হরতালের সমর্থনে মিছিল, মিটিং বা পিকেটিং করতে দেখা যায়নি।

উপজেলার মানুষদের জীবনযাত্রা ছিল স্বাভাবিক। সকাল থেকে অন্যান্য দিনের মত উপজেলার সকল সড়কে যানবাহন চলাচল করতে দেখাগেছে। নিয়মিতভাবেই ঢাকাসহ দুরপাল্লার সকল রুটের বাসগুলো ছেড়ে যেতে দেখাযায়। স্কুল, কলেজসহ সরকারি-বেসরকারি সকল দপ্তরের কার‌্যক্রম স্বাভাবিক নিয়মে পরিচালিত হয়।

জানাগেছে, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দলীয় নেতাকর্মীরা এলাকায় থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য আন্দোলন সংগ্রাম শুরু করেন। এর কিছুদিন পর আইনশৃংঙ্খলা বাহিনী নেতাকর্মীদের ধরপাকড় শুরু করলে তারা আত্মগোপনে চলে যায়।

এরপর থেকে দলীয় নেতাকর্মীদেরকে আর মাঠে পাওয়া যায়নি। গতকাল সোমবার দিবাগত রাতের এই মশাল মিছিটিই ছিল তাদের দলীয় ব্যানারে প্রথম কোন কার্যক্রম। তবে হরতাল সফল করার লক্ষ্যে রাতে মশাল মিছিল করে দিনের বেলায় হরতালের সমর্থনে আওয়ামী লীগের দূর্গ হিসেবে পরিচিত এই উপজেলার সিনিয়র নেতৃবৃন্দ বা কোন কর্মী মাঠে না নামায় বিষয়টি জনসাধারণের মাঝে হাস্যরসে পরিণত হয়েছে।

অন্যদিকে হরতাল সমর্থনে আওয়ামী লীগের দুর্গ কোটালীপাড়ায় সিনিয়র নেতাকর্মীরা মাঠে না নামায় ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ নেতাকর্মীরা।

নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের কোটালীপাড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক শামীম দাড়িয়া বলেন, গতকাল সোমবার রাতে দলীয় নেতাকর্মীরা আজ মঙ্গলবারের হরতালকে সফল করতে মশাল মিছিল করেছি। কিন্তু সিনিয়র নেতৃবৃন্দ মাঠে না থাকা ও প্রশাসনের হয়রানীর কারনে আমরা মঙ্গলবার দিনে মাঠে নাতে পারিনি। আগামীতে এ উপজেলায় আমাদের সকল কর্মসূচী সফলভাবে পালিত হবে। সেক্ষেত্রে সিনিয়র নেতৃবৃন্দ আমাদের পাশে থাকবেন বলে আশা করছি। আমরা আমাদের প্রিয়নেত্রী, সাবেক সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে না ফিরিয়ে এনে ঘরে ফিরবো না।