ঢাকা ০৯:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

কোটালীপাড়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের বাতিলকৃত কমিটি পুনর্বহাল

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের বাতিলকৃত কমিটি পুনর্বহাল করা হয়েছে।গত মঙ্গলবার রাতে এমন একটি প্রেস বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এই প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরবর্তী কমিটি গঠন না হওয়া পর‌্যন্ত পূর্ববর্তী কমিটিকে সাংগঠনিক কার‌্যক্রম পরিচালনার নির্দেশ প্রদান করা হলো।

জানাগেছে, ২০২৩ সালের ২৯ জুলাই স্বপন তালুকদারকে সভাপতি ও শামীম দাড়িয়াকে সাধারণ সম্পাদক করে গোপালগঞ্জ জেলা ছাত্রলীগ ২ সদস্য বিশিষ্ট কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা করেন।

এরপর গত বছরের ১৩ ফেব্রুয়ারি কেন্দ্রীয় ছাত্রলীগ কোন কারণ ছাড়াই কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগের এই আংশিক কমিটিকে বিলুপ্ত ঘোষণা করে।

দীর্ঘদিন কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগ কমিটি বিহীন অবস্থান তাদের সাংগঠনিক কর্ম কান্ড পরিচালনা করে আসছিল। এরপর চলতি বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগের সিনিয়র নেতৃবৃন্দ আত্মগোপনে চলে যায়।

আত্মগোপনে থাকা অবস্থায় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামীম দাড়িয়া নেতৃত্বে শীতবস্ত্র ও লিফলেট বিতরণসহ বিভিন্ন কর্মসূচী পালন করতে দেখাগেছে। এসব কর্মসূচীর বিভিন্ন ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়েছে। তবে কোন ভিডিও এবং ছবিতে শামীম দাড়িয়াকে দেখা যায়নি।

কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগের একটি অংশ দাবী করেছে ছাত্রলীগের সভাপতি স্বপন তালুকদার ও সাধারণ সম্পদক শামীম দাড়িয়া দেশের বাহিরে রয়েছেন। সেখান থেকেই তারা সামাজিক যোগাযোগ ও মুঠোফোনের মাধ্যম কোটলীপাড়া উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীদের সাংগঠনিক পরামর্শ দিয়ে যাচ্ছেন।তাই সংগঠনকে আরো গতিশীল করার জন্য কেন্দ্রীয় ছাত্রলীগ এই সিন্ধান্ত গ্রহণ করেছে।

এ বিষয়ে ফেসবুকের মাধ্যমে শামীম দাড়িয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি তাদেরকে পুনর্বহালের কথা স্বীকার করে বলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সিন্ধান্ত পূর্বেও মেনে নিয়েছিলাম, এখনও মেনে নিয়েছি। সংগঠনকে গতিশীল করার লক্ষে আমরা কাজ করে যাবো।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

কোটালীপাড়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের বাতিলকৃত কমিটি পুনর্বহাল

আপডেট সময় : ০৫:৫৬:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের বাতিলকৃত কমিটি পুনর্বহাল করা হয়েছে।গত মঙ্গলবার রাতে এমন একটি প্রেস বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এই প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরবর্তী কমিটি গঠন না হওয়া পর‌্যন্ত পূর্ববর্তী কমিটিকে সাংগঠনিক কার‌্যক্রম পরিচালনার নির্দেশ প্রদান করা হলো।

জানাগেছে, ২০২৩ সালের ২৯ জুলাই স্বপন তালুকদারকে সভাপতি ও শামীম দাড়িয়াকে সাধারণ সম্পাদক করে গোপালগঞ্জ জেলা ছাত্রলীগ ২ সদস্য বিশিষ্ট কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা করেন।

এরপর গত বছরের ১৩ ফেব্রুয়ারি কেন্দ্রীয় ছাত্রলীগ কোন কারণ ছাড়াই কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগের এই আংশিক কমিটিকে বিলুপ্ত ঘোষণা করে।

দীর্ঘদিন কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগ কমিটি বিহীন অবস্থান তাদের সাংগঠনিক কর্ম কান্ড পরিচালনা করে আসছিল। এরপর চলতি বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগের সিনিয়র নেতৃবৃন্দ আত্মগোপনে চলে যায়।

আত্মগোপনে থাকা অবস্থায় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামীম দাড়িয়া নেতৃত্বে শীতবস্ত্র ও লিফলেট বিতরণসহ বিভিন্ন কর্মসূচী পালন করতে দেখাগেছে। এসব কর্মসূচীর বিভিন্ন ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়েছে। তবে কোন ভিডিও এবং ছবিতে শামীম দাড়িয়াকে দেখা যায়নি।

কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগের একটি অংশ দাবী করেছে ছাত্রলীগের সভাপতি স্বপন তালুকদার ও সাধারণ সম্পদক শামীম দাড়িয়া দেশের বাহিরে রয়েছেন। সেখান থেকেই তারা সামাজিক যোগাযোগ ও মুঠোফোনের মাধ্যম কোটলীপাড়া উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীদের সাংগঠনিক পরামর্শ দিয়ে যাচ্ছেন।তাই সংগঠনকে আরো গতিশীল করার জন্য কেন্দ্রীয় ছাত্রলীগ এই সিন্ধান্ত গ্রহণ করেছে।

এ বিষয়ে ফেসবুকের মাধ্যমে শামীম দাড়িয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি তাদেরকে পুনর্বহালের কথা স্বীকার করে বলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সিন্ধান্ত পূর্বেও মেনে নিয়েছিলাম, এখনও মেনে নিয়েছি। সংগঠনকে গতিশীল করার লক্ষে আমরা কাজ করে যাবো।